Ameen Sayani Radio Future,বিদায় নিলেন আমিন সায়ানি, রেডিয়োর ম্যাজিকও কি অস্তাচলে? – will radio stations become obsolete after veteran radio presenter ameen sayani death watch bengali video


বিনোদন যখন ধীরে ধীরে টিনএজের দিকে এগোচ্ছে এই স্বাধীন ভারতে, তখনই এক সফল রেডিয়ো সঞ্চালকের নাম জানলেন মানুষ। তিনি আমিন সায়ানি। রেডিয়োতে যে শুধুমাত্র ছবির গান দিয়ে একটি কিউরেটেড শো করা হতে পারে তা যখন দেশের মানুষের ধারণার মধ্যেই ছিল না, তখন সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন আমিন সায়ানি। গীতমালা যাঁর মস্তিষ্কে জন্ম নিল, যাঁর হাত ধরে ভূমিষ্ঠ হল এবং যাঁর হাত ধরে মধ্যবয়স্ক হয়ে ভারতীয় রেডিয়ো শোয়ের ইতিহাসে রেকর্ড তৈরি করল, সেই আমিন সায়ানি প্রয়াণে একটা কথা বার বার মনের মধ্যে খচখচ করছে। আর এমন কিছু ধোঁয়াশা বা ইংরেজিতে যাকে বলে ডাউট, মনে আসলেই আমি চলে আসি আপনাদের কাছে। আসুন দেখে নিন ভিডিয়ো। বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *