Anupam Roy Marriage : ‘আমাকে শুভেচ্ছা পাঠাবেন না’, বিয়ের ‘ভ্রান্তিবিলাস’ কাটাতে পোস্ট অনুপমের – anupam hazra bjp leader special post at facebook for singer anupam roy marriage news


‘দয়া করে আমাকে কেউ বিয়ের শুভেচ্ছাবার্তা পাঠাবেন না!’ আর্জি অনুপমের। না, গায়ক অনুপম নন। ইনি, রাজনৈতিক নেতা অনুপম হাজরা। সোমবারই গায়ক অনুপম রায়ের নতুন বিবাহ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। নামের ভ্রান্তিবিলাসে তাঁকে কেউ যেন শুভেচ্ছা বার্তা না পাঠান, সেই কারণেই এরকম সোশ্যাল পোস্ট করলেন অনুপম হাজরা।কয়েকমাস আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিবাহের পরেও বেজায় মুশকিলে পড়তে হয়েছিল রাজনৈতিক ব্যক্তিত্ব অনুপম হাজরাকে। উল্লেখ্য, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে হওয়ার জন্য অনেকেই ভুল করে সমবেদনা বার্তা পাঠিয়ে দিচ্ছিলেন অনুপম হাজরাকে। দিনভর মোবাইলে একের পর এক বার্তা পেতে থাকেন তিনি।

‘ভেঙে পড়বেন না’, ‘মানসিক ভাবে শক্ত থাকুন’ একরকম একগুচ্ছ ম্যাসেজে ব্যতিব্যস্ত হতে হয় অনুপম হাজরাকে। সেই সময়ও অনুপম হাজরা জানিয়েছিলেন, আপনারা সমবেদনা জানাতেই পারেন, কিন্তু সঠিক ব্যক্তিকে সেই সমবেদনা জানান। আপনারা অনুপম রায়কে সমবেদনা জানতে গিয়ে অনুপম হাজরাকে সমবেদনা জানিয়েছেন।


এবার অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ হতেই আগেভাগে সতর্ক বার্তা দিয়ে রাখলেন অনুপম হাজরা। ফেসবুক পোস্ট করে তিনি লেখেন, ‘ গায়ক অনুপম রায়ের বিয়ে হচ্ছে। অনুপম হাজরার নয়। দয়া করে কনফিউজড হয়ে আমাকে Congratulation ইত্যাদি মেসেজ পাঠাতে শুরু করেন না।’ অনুপম রায়ের অনুরাগী, পরিচিতরা যাতে ভুল করে তাঁকে না শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বসেন, সেই কারণেই এমন পোস্ট দেন অনুপম হাজরা।

Anupam Roy Prashmita Paul Wedding: ‘কার কতগুলো বিয়ে তা…’, ট্রোলিং নিয়ে মুখ খুললেন অনুপম রায়ের হবু স্ত্রী
প্রসঙ্গত, গায়ক অনুপম রায়ের বিয়ের খবর ছড়িয়ে পড়ে সোমবার। জানা যায়, টলি পাড়ার গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। এবার ‘অন্য কারও সঙ্গে বাঁধছেন তিনি ঘর।’ এই খবর প্রকাশ হতেই অনুরাগী মহলের মধ্যে হইচই পড়ে যায়। আগামী ২ মার্চ তিনি বিবাহ বন্ধনে অবন্ধ হচ্ছেন বলে জানা গিয়েছে। এর আগে ২০২১ সালের শেষের দিকে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ করেন গায়ক অনুপম রায়। তবে কিছুদিন আগেই থেকে গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে তাঁর প্রেমের বন্ধনের জল্পনা ছড়িয়েছিল সংবাদ মাধ্যমে। সেই জল্পনা এদিন সত্যি হয়। অন্যদিকে, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসার পর নতুন করে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *