‘ভেঙে পড়বেন না’, ‘মানসিক ভাবে শক্ত থাকুন’ একরকম একগুচ্ছ ম্যাসেজে ব্যতিব্যস্ত হতে হয় অনুপম হাজরাকে। সেই সময়ও অনুপম হাজরা জানিয়েছিলেন, আপনারা সমবেদনা জানাতেই পারেন, কিন্তু সঠিক ব্যক্তিকে সেই সমবেদনা জানান। আপনারা অনুপম রায়কে সমবেদনা জানতে গিয়ে অনুপম হাজরাকে সমবেদনা জানিয়েছেন।
এবার অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ হতেই আগেভাগে সতর্ক বার্তা দিয়ে রাখলেন অনুপম হাজরা। ফেসবুক পোস্ট করে তিনি লেখেন, ‘ গায়ক অনুপম রায়ের বিয়ে হচ্ছে। অনুপম হাজরার নয়। দয়া করে কনফিউজড হয়ে আমাকে Congratulation ইত্যাদি মেসেজ পাঠাতে শুরু করেন না।’ অনুপম রায়ের অনুরাগী, পরিচিতরা যাতে ভুল করে তাঁকে না শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বসেন, সেই কারণেই এমন পোস্ট দেন অনুপম হাজরা।
প্রসঙ্গত, গায়ক অনুপম রায়ের বিয়ের খবর ছড়িয়ে পড়ে সোমবার। জানা যায়, টলি পাড়ার গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। এবার ‘অন্য কারও সঙ্গে বাঁধছেন তিনি ঘর।’ এই খবর প্রকাশ হতেই অনুরাগী মহলের মধ্যে হইচই পড়ে যায়। আগামী ২ মার্চ তিনি বিবাহ বন্ধনে অবন্ধ হচ্ছেন বলে জানা গিয়েছে। এর আগে ২০২১ সালের শেষের দিকে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ করেন গায়ক অনুপম রায়। তবে কিছুদিন আগেই থেকে গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে তাঁর প্রেমের বন্ধনের জল্পনা ছড়িয়েছিল সংবাদ মাধ্যমে। সেই জল্পনা এদিন সত্যি হয়। অন্যদিকে, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসার পর নতুন করে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।