Trinamool Congress : BJP বিধায়কের এলাকায় ফুটল ঘাসফুল, সমবায়ের ভোটে বিরাট জয় TMC-র – trinamool congress won in co operative society election at haldia purba medinipur


লোকসভা নির্বাচনের আগে হলদিয়ার মাটিতে ভিত শক্ত করছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর গড়ে ফের একটি সমবায় নির্বাচনে সবকটি আসনে জয় পেল তৃণমূল। সামনে দাঁড়াতেই পারল না বিরোধীরা। হলদিয়া, তমলুকের একের পর এক সমবায় নির্বাচন জিতে আত্মবিশ্বাসী শাসক দল। অন্যদিকে, এই নির্বাচন আগামী লোকসভায় কোনও প্রভাব ফেলবে না বলে দাবি বিরোধীদের।মাস ঘুরলেই লোকসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে সমস্ত রাজনৈতিক দল তাদের সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে। এমনকি অধিকাংশ জায়গায় দেওয়াল লেখনের কাজও শুরু হয়েছে। এমন সময় শিল্প শহর হলদিয়ার সুতাহাটায় একটি সমবায়ের বিরোধী শূন্য জয় শাসকদল তৃণমূলে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের গুয়াবাড়িয়া অঞ্চলের অন্তর্গত কৃষ্ণনগর অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ পরিচালন সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সমবায়ের মোট আসন ১৫ টি। ১৫ টি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। সমবায়ের মোট ভোটার ৫৫৩। ভোট পড়ে ৪৩৬টি। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সর্বাধিক ভোট ৩১১, বিজেপি প্রার্থীর সর্বাধিক ভোট পায় ১১২টি।

প্রসঙ্গত, হলদিয়া বিধানসভা বিজেপির দখলে। বিধায়িকা তাপসী মণ্ডল জেলা বিজেপির সভাপতিও বটে। তাঁর এলাকায় সমবায়ে একটি আসন তাঁদের হাতে না যাওয়ায় শাসকদল তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি অশোক মিশ্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে একের পর এক প্রকল্পের মাধ্যমে পরিষেবা দিয়ে চলেছে তাতে খুশি সাধারণ মানুষ। তাই একের পর নির্বাচনে আমাদের জয় আসছে।

অন্যদিকে, সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি পার্থ বটব্যাল জানান, ধর্মীয় সুড়সুড়ি দিয়ে সাধারণ মানুষের মন জেতা যায় না। মানুষের পাশে থেকে তাদের সমস্যা দূর করতে হয়। হিংসা রাজনীতি আমরা করি না তাই সাধারন মানুষ আমাদের পাশে আছে এই ধরনের একের পর এক জয় তা প্রমাণ করছে। সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন পক্রিয়া চলে। বিকেলে ফলাফল প্রকাশের পর সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে কর্মী সমর্থকেরা।

Sayantika Banerjee TMC : ‘সাংসদ তহবিলের ২৫ কোটি কোথায় গেল?’ বিস্ফোরক সায়ন্তিকা, পালটা সুভাষ
তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সমবায়ের নির্বাচনে ফলাফল আগামী লোকসভা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, ‘সমবায় নির্বাচনগুলি গায়ের জোড়ে জিতে নেয় তৃণমূল। এর সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। চারিদিকে যা ঘটছে, তা দেখে মানুষ লোকসভায় ভয় দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *