Uluberia Bypass : উলুবেড়িয়া বাইপাসের কাজ চালু, কবে উদ্বোধন? ইঙ্গিত মন্ত্রীর – uluberia gangarampur to jetty ghat bypass construction work has started


শুরু হয়ে গেলে উলুবেড়িয়া গঙ্গারামপুর থেকে জেটিঘাট পর্যন্ত বাইপাস রাস্তার কাজ। সোমবার এই রাস্তার কাজের উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তার কাজ সমাপ্ত হবে। সোমবার উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বাইপাস রাস্তার কাজের সূচনা করে মন্ত্রী জানান ৩.৬৫ কিলোমিটার রাস্তা তৈরি ছাড়াও মেদিনীপুর পূর্ব ক্যানেলের উপর ৩০ মিটার লম্বা দুটি সেতু নির্মাণ করা হবে। একটি সেতু গঙ্গারামপুর মোড়ে এবং অন্যটি উলুবেড়িয়া মিশন স্কুলের কাছে। এছাড়াও ক্যানেলের উপর বিভিন্ন জায়গায় ৮ টি কালভার্টও নির্মান করা হবে বলে জানান মন্ত্রী।পুলক রায় জানান, ৩৭.১০ কোটি টাকা ব্যয়ে এই বাইপাস রাস্তাটি ৭ মিটার চওড়া হবে। রাস্তার দুই পাশে আড়াই মিটার করে ফুটপাথ থাকবে। তিনি আরও জানান, বাইপাস রাস্তা নির্মাণ হলে উলুবেড়িয়ার দীর্ঘদিনের যানজটের সমস্যা কাটবে। তবে শুধু উলুবেড়িয়া শহরের মানুষের নয়, পাশাপাশি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এবং শ্যামপুরের বাসিন্দাদেরও প্রভূত সুবিধা হবে বলে জানান মন্ত্রী। এর ফলে ৫৮ গেট ও গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরাও অনেকটাই সুবিধা পাবেন।

এদিন মন্ত্রী পুলক রায় জানান, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই উলুবেড়িয়ায় একের পর উন্নয়নের কাজ চলছে। উলুবেড়িয়া ষ্টেডিয়াম, উড়ালপুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজের পর এবার বাইপাস রাস্তা। এছাড়া আগামীদিনে উলুবেড়িয়া শহরে একটি বৈদ্যুতিন চুল্লি নির্মাণের পাশাপাশি উলুবেড়িয়া রবীন্দ্র ভবনকে শীতাতপ নিয়ন্ত্রিতও করা হবে। এদিন নারকেল ফাটিয়ে বাইপাস রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী পুলক রায়। পরে বাইপাস রাস্তার এলাকা ঘুরেও দেখেন তিনি।

মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ও পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত গত ৭ ফেব্রুয়ারি সাঁতরাগাছি থেকে এই বাইপাস রাস্তার কাজের সূচনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এই উলুবেড়িয়া। এলাকার মানুষজন ছাড়াও এই জায়গার পর্যটন কেন্দ্রগুলিতে সারা বছর বহু পর্যটকও বেড়াতে আসেন। এই রাস্তার ফলে আগামীদিনে তাঁদেরও অনেকটাই সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *