Covid 19 : ফের করোনায় মৃত্যু মহানগরে – a youth lost life in beliaghata id hospital due to corona in kolkata


এই সময়: করোনায় আক্রান্ত হয়ে শহরে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম, আশিস হালদার (২৪)। রিজেন্ট পার্কের ওই যুবক যক্ষ্মার শিকার ছিলেন। রবিবার রাতে তাঁর মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। এই নিয়ে চলতি বছরে তিনটি কোভিড-মৃত্যু হলো। গত মাসে কলকাতায় ও বারাসতে দু’টি মৃত্যু হয়েছিল।আশিসকে জ্বর ও শ্বাসকষ্টের কারণ গত সপ্তাহের মঙ্গলবার ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়। যক্ষ্মার চিকিৎসার পাশাপাশি দেখা যায়, তিনি মেনিনজাইটিসেও আক্রান্ত। এর পরেও তাঁর কোভিড টেস্ট হলে পজি়টিভ রিপোর্ট আসে। ফলে তাঁকে আইডি-তে স্থানান্তর করা হয়।
সেখানেই রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরে দেহ নিয়ে টানাপড়েন চলে সোমবার দুপুর পর্যন্ত। সরাসরি পরিবারের বদলে এ দিন দুপুরে তাঁর দেহ তুলে দেওয়া হয় পুরসভার গাড়িতে। তার পর ধাপায় করোনায় মৃতদের জন্য পুরসভার বিশেষ চুল্লিতে তাঁর শেষকৃত্য করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *