কিছুদিন আগেই এই সমাজের প্রতিনিধিদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পুরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না।… মাহাতোদের দীর্ঘদিনের দাবি আছে, তাঁদের আদিবাসী জনজাতি হিসেবে ঘোষণা করা হোক। এটা আমার হাতে নেই। তাই আমাকে দোষ দেবেন না।’
মমতা জানান, কোন কোন ভৌগলিক ক্ষেত্রে মাহাতোরা থাকেন, তাঁদের শতকরা হিসেব নিয়ে একটি সমীক্ষা করা হচ্ছে। তবে ভোটের আগে আদিবাসী ইস্যু নিয়ে নতুন করে অশান্তি না ছড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে ভোট আসলেই, আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগবে না। সারি এবং সারনা ধর্ম নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি। যদি তাঁরা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব স্বীকৃতি দেওয়ার জন্য।’
কুড়মি সম্প্রদায়ের মানুষ মূলত, পাহাড়, গাছ, মাটি,জল, জঙ্গলের উপাসক। । এ রাজ্যের কমবেশি ৩০ টি বিধানসভা আসন ও ৪ টি লোকসভা আসনে কুড়মি ভোট নির্ণায়ক এর ভূমিকা নেয়। যদিও, এখনও পর্যন্ত রাজ্যের শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের থেকে সম দূরত্ব বজায় রেখে চলে এই সমাজ। তবে, লোকসভা নির্বাচনের আগে এই সমাজকে কাছে পেতেই তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। মাহাতোদের প্রয়োজনীয় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার ব্যাপারেও এদিন নিশ্চিতকরণ করেন মুখ্যমন্ত্রী।