Mamata Banerjee,’…ঝগড়া লাগাবেন না’, নির্বাচনের আগে কাদের এই বিশেষ বার্তা মমতার? – mamata banerjee has given special message to kurmi community


লোকসভা নির্বাচনের আগে সারি ও সারনাকে আলাদা ধর্মীয় জনজাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দিতে বড় আন্দোলনের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, আদিবাসী এবং মাহাতো গোষ্ঠীর মধ্যে ‘ঝগড়া না লাগানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। পুরুলিয়া জেলায় সরকারি অনুষ্ঠান থেকে তাঁর বার্তা, বাংলায় কতজন মাহাতো রয়েছেন, তাঁদের জন্য রাজ্য সরকার আলাদা করে সমীক্ষা চালাচ্ছে।পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ মূলত জঙ্গলমহল ঘেঁষা জেলার একাধিক কুড়মি সমাজের বসবাস। এই সমাজের বেশির ভাগ মানুষের পদবী মাহাতো। পুরুলিয়া জেলার প্রায় ২৪ শতাংশ মানুষ এই সমাজের অন্তর্ভুক্ত বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। কুড়মিদের দাবি,তাঁদের তফশিলি উপজাতির মর্যাদা দিতে হবে। এজন্য সিআরআই (কালচারাল রিসার্চ ইন্সটিটিউট)-এর রিপোর্টে প্রয়োজনীয় অনুমোদন প্রয়োজন। এই নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।

কিছুদিন আগেই এই সমাজের প্রতিনিধিদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পুরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না।… মাহাতোদের দীর্ঘদিনের দাবি আছে, তাঁদের আদিবাসী জনজাতি হিসেবে ঘোষণা করা হোক। এটা আমার হাতে নেই। তাই আমাকে দোষ দেবেন না।’

মমতা জানান, কোন কোন ভৌগলিক ক্ষেত্রে মাহাতোরা থাকেন, তাঁদের শতকরা হিসেব নিয়ে একটি সমীক্ষা করা হচ্ছে। তবে ভোটের আগে আদিবাসী ইস্যু নিয়ে নতুন করে অশান্তি না ছড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে ভোট আসলেই, আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগবে না। সারি এবং সারনা ধর্ম নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি। যদি তাঁরা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব স্বীকৃতি দেওয়ার জন্য।’

Mamata Banerjee News : তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না, BJP-CPIM করুন: মমতা
কুড়মি সম্প্রদায়ের মানুষ মূলত, পাহাড়, গাছ, মাটি,জল, জঙ্গলের উপাসক। । এ রাজ্যের কমবেশি ৩০ টি বিধানসভা আসন ও ৪ টি লোকসভা আসনে কুড়মি ভোট নির্ণায়ক এর ভূমিকা নেয়। যদিও, এখনও পর্যন্ত রাজ্যের শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের থেকে সম দূরত্ব বজায় রেখে চলে এই সমাজ। তবে, লোকসভা নির্বাচনের আগে এই সমাজকে কাছে পেতেই তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। মাহাতোদের প্রয়োজনীয় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার ব্যাপারেও এদিন নিশ্চিতকরণ করেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *