Mamata Banerjee News : তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না, BJP-CPIM করুন: মমতা – mamata banerjee gave warning to tmc party workers not to deprive common people


কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবিকে হাতিয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজের দলের কর্মীদেরও সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। নিজেকে ‘বড়’ মনে করে মানুষের কাজেই অগ্রাধিকার দিতে হবে, কারণ মানুষই নির্বাচনে জিতিয়েছে, পুরুলিয়ার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে বার্তা মমতার।এদিনের সভা থেকে মমতা বলেন, ‘মনে রাখবেন আমরা সবাই ছোট। মানুষ কিন্তু বড়। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ তাকিয়েই দেখবে না, আমি বড় না ও বড়।’ সভায় উপস্থিত পঞ্চায়েত, জেলা কর্মীদের বার্তা মমতার। এরপরেই তিনি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা মনে রাখবেন। এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন। আমার কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না।’

একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের জনগণের একটি বিরাট অংশ বঞ্চিত হয়েছেন। সেই বঞ্চনার দায় কেন্দ্রীয় সরকারের উপরেই চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও রাজ্যের তরফে একাধিক প্রকল্পের উপভোক্তাদের সাহায্য করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রেই, বিভিন্ন প্রকল্পের আর্থিক বঞ্চনার জন্য আদতে তৃণমূলের কর্মী, পঞ্চায়েত প্রতিনিধিদের উপরেই দোষ চাপায় বিরোধীরা।

আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে, বিরোধীদের অভিযোগের আঁচ যাতে তৃণমূল কংগ্রেসের উপর না পড়ে, সেই কারণেই তিনি মানুষকে বঞ্চিত করার অপরাধের ভাগীদার না হওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন বলেই ধারণা। কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ না পাওয়া গেলেও রাজ্য সরকার যে সেটা মিটিয়ে দিচ্ছে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে দলীয় নির্দেশ রয়েছে। জেলায় জেলায় সহায়তা শিবির করে একশো দিনের কাজের টাকা ফেরতের ব্যাপারে শিবির করার কর্মসূচি নেওয়া হয়েছে। লোকসভার আগে জনসাধারণের পাশে যে রাজ্য সরকার রয়েছে, সেই বার্তাই এদিন আরও প্রতিষ্ঠা করেন সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে।

Mamata Banerjee : ১০০ দিনের টাকা নিয়ে ফের বড় ঘোষণা মমতার, একগুচ্ছ নিয়োগের সিদ্ধান্ত
এদিনের অনুষ্ঠান উপবিষ্ট সাধারণ মানুষের উদ্দেশে মমতা জানান, যদি কোথাও কোনও অভিযোগ ওঠে, সেটা যেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে জানানো হয়। এমনকি, অভিযোগ জানানোর জন্য ওয়েব মাধ্যমে আলাদা পোর্টাল রয়েছে, কোনওরকম অভিযোগ হলেই সেখানে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *