Suvendu Adhikari : ‘খালিস্তানি’ বিতর্ক, শুভেন্দুর বিরুদ্ধে FIR চেয়ে ফের রাজ্য হাইকোর্টে – khalistan controversy state govt seeking fir against suvendu adhikari in calcutta high court


এই সময়, কলকাতা ও দুর্গাপুর: আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশে ‘খালিস্তানি’ মন্তব্য বিতর্কে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলো রাজ্য। রাজ্যের তরফে যে আবেদন করা হয়েছে, তাতে ‘খালিস্তানি’ শব্দটির উল্লেখ না-করে বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।এই ঘটনায় ভবানীপুর থানায় অজ্ঞাতপরিচয় বিজেপি নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব বারবার দাবি করেছেন, শুভেন্দুই ওই বিতর্কিত মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা অবশ্য এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন। হাইকোর্টে রাজ্যের যুক্তি, সিঙ্গল বেঞ্চের নির্দেশ রয়েছে, আদালতের অনুমতি ছাড়া ওই নেতার নামে এফআইআর দায়ের করা যাবে না।

তাই অনুমতি পেতে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে রাজ্য। এই ইস্যুতে একটি মামলা ঝুলে রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি এখন আন্দামানে সার্কিট বেঞ্চে রয়েছেন। তাই রাজ্য এই মামলা শোনার জন্য কোনও বেঞ্চ ঠিক করে দেওয়ার আবেদন করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়ে জানায়, মামলা শুনবেন বিচারপতি সেনগুপ্তই।

প্রয়োজনে অনলাইনে হবে মামলার শুনানি। আজ, মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। সোমবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিখ সম্প্রদায়ের রাজ্য প্রতিনিধিরা।

Suvendu Adhikari: খালিস্তানি বিতর্কে শিখদের ব্যাখ্যা দিতে রাজি শুভেন্দু
তিনদিনের জেলা সফরে এদিন বিকেলেই দুর্গাপুরে আসেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন শিখ ধর্মাবলম্বীরা। রাজ্যের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট তেজেন্দর সিং বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। খালিস্তানি বলা হচ্ছে আমাদের। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *