Zee Bangla Sonar Sansar Awards 2024,সোনার সংসারে সোনার মেয়েরা, নজর কাড়া নিম ফুলের মধু সিরিয়ালের পর্ণা-ইশা – neem phooler madhu actress pallavi sharma and tanaya mukherjee spotted at zee bangla sonar sansar award 2024


Embed

সারা বছর টেলিভিশনে যাঁরা দর্শকের মনোরঞ্জন করে থাকেন, সেই অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলা কুশলীদের পরিশ্রমের স্বীকৃতি এই সোনার সংসার অ্যাওয়ার্ড। প্রতিবছরের মতন এবারেও জমজমাট সন্ধ্যে দেখলো গোটা বাংলা। সোনার সংসারে সোনার মেয়েরা হাজির হলেন। সেই রেড কার্পেটে হাজির ছিল এই সময় ডিজিটাল। আর সেখানেই দেখা হয়ে গেল নিম ফুলের মধুর পর্ণা আর ইশার সঙ্গে (Neem Phooler Madhu Serial)। এছাড়াও হাজির ছিল বাংলা সিরিয়ালের একাধিক অভিনেতারা। নজর কাড়া লুকে লাইমলাইট কেড়ে নিলেন অনেকেই। আসুন দেখে নিন এই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *