সৌমেন ভট্টাচার্য: লিভ-ইন পার্টনারকে খুন। দমদম মধুগড় এলাকায় খুন যুবক। বান্ধবীর হাতে খুন যুবক। নাগেরবাজার থানার পুলিস গ্রেফতার করেছে বান্ধবীকে। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম স্বার্থক দাস। বয়স ৩০ বছর।
জানা গিয়েছে, দীর্ঘ দেড় বছর ধরে দমদম মধুগড় এলাকায় সার্থক দাস তাঁর বান্ধবী সংহতি পালের সঙ্গে থাকতেন। কিন্তু গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই বুধবার ভোর রাতে সার্থক দাসকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সংহতি পাল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগের বাজার থানার পুলিস। মৃত যুবককে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ওদিকে পুলিস অভিযুক্ত সংহতি পালকে গ্রেফতার করেছে। আগামিকাল তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।
আরও পড়ুন, Jalpaiguri: ১৯ বছর সংসারের পর গৃহবধূর রহস্যমৃত্যু, চাঞ্চল্য জলপাইগুড়িতে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)