Cbi Cases In West Bengal,বাংলায় কতগুলি মামলার তদন্তে CBI? বিচারপতির প্রশ্নে হাইকোর্টে জবাব এজেন্সির – cbi is investigating how many cases in west bengal the agency gives details in calcutta high court


ED-CBI, বঙ্গে একাধিক মামলার তদন্ত করছে এই দুই সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, পুর নিয়োগ দুর্নীতি মামলা, গোরু পাচার মামলা, রেশন দুর্নীতি মামলা…একাধিক ‘হাইপ্রোফাইল কেস’ এই মুহূর্তে রয়েছে এই দুই তদন্তকারী সংস্থার হাতে। কিন্তু, বঙ্গে কত মামলা রয়েছে CBI-এর? এবার এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে খতিয়ান দিলেন এই সংস্থা।বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। সেখানেই CBI-এর উদ্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, ‘আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না? নেওয়া উচিত। আপনাদের হাতে তো হাজারের উপর মামলা রয়েছে, নাকি?’ এদিন পালটা CBI-এর তরফে আইনজীবী বলেন, ‘৫০০-র বেশি মামলা রয়েছে।’

এই পরিসংখ্যান যদিও মৌখিক। উল্লেখ্য, গত তিন বছরে একাধিকবার BJP বিরোধী রাজনৈতিক দলগুলি ‘এজেন্সি রাজনীতি’ নিয়ে সরব হয়েছে। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে চিঠি লিখেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা।

২০২২ সালের ডিসেম্বর মাস- CBI-এর হাতে গ্রেফতার হয়েছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সেই সময় ফুঁসে উঠেছিল রাজ্যের শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্টর গ্রেফতারিতে ‘এজেন্সি রাজনীতি’-র অভিযোগ তুলেছিলেন রাজ্য শাসক দলের নেতারা। তবে BJP-নেতাদের স্পষ্ট দাবি ছিল, এজেন্সি স্বতন্ত্রভাবে কাজ করে। এক্ষেত্রে কোনও রাজনৈতিক প্রভাব খাটানোর প্রশ্নই ওঠে না।

লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায় সেই সময় সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে সংগঠনের জোর বাড়াতে ময়দানে নেমেছে। তৃণমূল নেতাদের একাংশের আস্ফালন, ‘ED-CBI-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।’ এই অভিযোগ উড়িয়েছে BJP।

সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও। সার্বিকভাবে প্রশ্ন উঠছিল, CBI-এর হাতে কত মামলা রয়েছে? এবার সেই পরিসংখ্যান অনেকটাই স্পষ্ট হল।

Sheikh Shahjahan Arrest : শাহজাহানকে গ্রেফতার করতে পারবে CBI-ED-ও, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ প্রধান বিচারপতির

উল্লেখ্য, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামি সংক্রান্ত মামলায় বিচারপতির মন্তব্য, নিম্ন আদালতে কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে ? কবে শেষ হবে ? হলফনামা দিয়ে জানান।পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি বলেন, ‘CBI আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনছে ? আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে ? নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হত? সম্পূর্ন অভিযোগ খতিয়ে দেখে জানান।’

আগামী ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি আপাতত সংশোধনাগারে রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *