Krishak Bandhu Scheme,কৃষকবন্ধু প্রকল্প: রাজ্যের ৬৮০ কোটি – wb government gave a one time payment of 80 crore rupees to farmers families under krishak bandhu scheme


এই সময়: কৃষকবন্ধু প্রকল্পে ৪ হাজার মৃত কৃষকের পরিবারকে এককালীন ৮০ কোটি টাকা দিল রাজ্য সরকার। ফেব্রুয়ারিতেই এই অর্থ সরাসরি মৃত কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে। পাশাপাশি এ বছর এই প্রকল্পে রাজ্য মোট ৬৮০ কোটি টাকা খরচ করেছে বলে খবর।যাতে উপকৃত হচ্ছে রাজ্যের ৩৪ হাজার কৃষক পরিবার। এর বাইরেও প্রায় এক কোটি সাড়ে তিন লক্ষ বর্গাদার উপকৃত হচ্ছেন। রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে বুধবার টাকা রিলিজ় করার পাশাপাশি এ দিন কৃষকবন্ধু প্রকল্পের টাকাও ছেড়েছে রাজ্য কৃষি দপ্তর। ২০১৮ সালে কৃষকবন্ধু প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরের বছর তিনি ফের ঘোষণা করেন যে এই প্রকল্পে নথিভুক্ত ১৮-৬০ বছর বয়সি কোনও চাষির মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। এই ডেথ বেনিফিট স্কিমেই বুধবার ৪ হাজার মৃত কৃষকের পরিবার সুবিধা পেল।

কৃষি দপ্তর জানিয়েছে, ২০১৯-এ প্রকল্পটি চালুর পরে এ পর্যন্ত ১ লক্ষ ৭ হাজার কৃষকের পরিবার এই সুবিধা পেল। সব মিলিয়ে রাজ্য এই খাতে ২,১৪০ কোটি টাকা খরচ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *