প্রবীর চক্রবর্তী: এবার দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। লোকসভা ভোটের আগে আরও একবার দলের মধ্যের অসন্তোষ প্রকাশ্যে এল। উত্তর কলকাতার এক ভারী নেতার বিরুদ্ধেই সোশ্যাল হ্যান্ডেলে তোপ দাগলেন কুণাল। এমনকী তাঁর কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হল। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মতো অভিযোগ সামনে আনেন।
আরও পড়ুন, Minakshi Mukherjee: ‘শাহজাহানের এক কান কেটে হাতে বাটি ধরিয়ে দিত সিপিএম…’
এদিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক এবং দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’
নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, @AITCofficial দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 29, 2024
আরও পড়ুন, Hooghly Incident: ৭ বছরের নাতনিকে খুঁজতেই মিলল বৃদ্ধার পরিবার, ত্রাতা সেই পুলিসকর্মী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
