Saugata Roy : ‘প্রার্থী করবে কি না জানি না’, লোকসভা নির্বাচনের আগে সংশয় সৌগতর – tmc mp saugata roy given controversial statement over lok sabha election candidature


আগামী লোকসভা নির্বাচনে মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। দলের একটি সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে তাঁকে আদৌ মনোনীত প্রার্থী করা হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি।সৌগত রায় বলেন, ‘আমার সাংসদ জীবনের পনেরো বছর পূর্ণ হল। আগামী লোকসভা নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হবে কিনা তাও জানি না। ভোটে দাঁড়ালে জিতব কিনা তাও জানি না।’ তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়।

যদিও, কোনও দলের তরফেই আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী অর্থাৎ দেব এবং আসানসোল কেন্দ্র থেকে সাংসদ শত্রুঘ্ন সিনহা দাঁড়াবেন বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যান্য আসনে কে দাঁড়াবেন বা কে টিকিট পাবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, এর মাঝেই উঠে আসে তৃণমূলের নবীন ও প্রবীণ দ্বন্দ্বের কথা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে এই বিতর্ক আরও উচ্চমাত্রায় পৌঁছয়। দলের বিভিন্ন সারির নেতারা প্রকাশ্যে নবীন-প্রবীণ তত্ত্ব নিয়ে মুখ খোলেন। সেক্ষেত্রে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় দলের অন্যতম প্রবীণ এবং বর্ষীয়ান সাংসদ। যদিও এই দ্বন্দের অবসান ঘটিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন, দলের মধ্যে তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই পারে, তবে সেটা কোনওভাবেই দ্বন্দ্বের পর্যায়ে যায় না।

Trinamool Congress : তৃণমূল উপপ্রধান খুনের ঘটনায় রণক্ষেত্র অশোকনগর! অভিযুক্তের বাড়ি ভাঙচুর, বিক্ষোভ স্থানীয়দের
উল্লেখ্য, এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পরেই আনুষ্ঠানিক ভাবে সমস্ত দল তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করবে। তার আগে বিভিন্ন কেন্দ্রে কে প্রার্থী হবে সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল দলের তরফে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *