Suvendu Adhikari : ‘৩৫ আসনের টার্গেট দিয়েছে অমিত শাহ’, মোদীর মঞ্চে ঘোষণা শুভেন্দুর – suvendu adhikari claimed bjp is targeting 35 seats from west bengal in lok sabha election


হুগলি জেলার আরামবাগের সভা থেকে বাংলায় বিজেপির টার্গেট জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েক মাস আগেই রাজ্যে এসে ৩৫ টি আসনের কথা জানিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই কথা মনে করিয়ে দিয়ে ফের এদিনের সভা থেকে ৩৫ আসন পূরণের বার্তা শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়।শুক্রবার থেকেই রাজ্য সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার আরামবাগ থেকে প্রচার সভা শুরু করেছেন তিনি। সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট রয়েছে ৩৫টি আসন। আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন তুলে দেওয়ার ব্যাপারে বিজেপি সংকল্পবদ্ধ বলে মত শুভেন্দু অধিকারীর।

Narendra Modi News: অনেক কথা বলার আছে, দলীয় মঞ্চে বলব: মোদী
কেন্দ্রীয় আর্থিক সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে প্রচার শুরু করেছে বাংলার বিভিন্ন জেলায়। আবাস যোজনার টাকা কেন দেওয়া হচ্ছে না, লোকসভার আগে এই প্রশ্ন তুলে বিজেপিকে টার্গেট করেছে রাজ্যের শাসক দল। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে শুভেন্দু অধিকারীর বক্তব্যে। তাঁর কথায়, গত দশ বছরে বাংলার জন্য ‘রাজধর্ম’ পালন করছেন। তাঁর কথায়, ‘এর আগে দুই ইউপিএ সরকারের আমলে এমজিএনআরজিএ প্রকল্পে রাজ্যকে মাত্র ১৪ হাজার কোটি টাকা দিয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী গত নয় বছরে ৫৪ হাজার কোটি টাকা দিয়েছে। তৃণমূল কংগ্রেস সব টাকা লুঠ করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *