Trinamool Congress : তৃণমূল উপপ্রধান খুনের ঘটনায় রণক্ষেত্র অশোকনগর! অভিযুক্তের বাড়ি ভাঙচুর, বিক্ষোভ স্থানীয়দের – ashoknagar people protest for not arresting main accused in trinamool congress leader death case


তৃণমূল কংগ্রেসের উপপ্রধান খুনে ফের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর এলাকা। শুক্রবার উপপ্রধান খুনে এক অভিযুক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে পিস্তল। উপপ্রধান খুনে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। সঙ্গে ২৪ ঘণ্টার বনধ পালন।অশোকনগরে উপপ্রধান খুনে ধৃত এক অভিযুক্তের বাড়িতে একটি বস্তার মধ্যে থেকে বন্দুক উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে। শুক্রবার সকালে দেখা গেল এলাকার বাসিন্দারা একদিকে দোকানপাট বন্ধ রেখে বনধ পালন করছে, অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ও অবরোধ। ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ।

এর মাঝেই মূল অভিযুক্তর বাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করছে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকেও তাড়া করে বাসিন্দারা। নতুন করে উত্তপ্ত অশোকনগর থানা এলাকা। উল্লেখ্য, গত রবিবার গুমাতে তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস। বাড়িতে জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

উপপ্রধান খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পলাশ শর্মাকে গ্রেফতার করা হয়। তবে এখনও পযর্ন্ত প্রধান অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এদিন অভিযুক্ত গৌতম দাসের বাড়িতে পুলিশের সামনে ভাঙচুর চালান হয়। আরেক অভিযুক্ত পলাশ শর্মার বাড়ির কাছে কাঠের ভূষি বিক্রি করছিলেন একজন। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ এসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে আসে।

Trinamool Congress : ছায়াসঙ্গী মদ খাইয়ে বেহুঁশ করে, পরে ঢোকে আততায়ী
এরপরেই স্থানীয় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল। স্থানীয়দের দাবি, গৌতম দাস জমি কেনাবেচার সিন্ডিকেটে যুক্ত। ২০১৮ সালে ধর্ষণ মামলায় গ্রেফতারও হন। এলাকায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় তৃণমূল উপ প্রধানের হত্যা করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয়দের একাংশ। ঘটনার দিন অভিযুক্তরা ওই জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বলে জানানো হয়। সেখানেই দুই তরফে বচসা বাধে। এর পরেই তৃণমূলের উপ প্রধানকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। তৃণমূল উপ প্রধান হত্যাকাণ্ডের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। শুক্রবার সকাল থেকে এই ঘটনার জেরে ফের উত্তপ্ত হল এলাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *