অনুপমের ‘বাউন্ডুলে ঘুড়ি’ বাঁধা পড়ল প্রস্মিতার টানে Anupam Roy starts new journey in life Prashmita Paul


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেশার দৌলতে দুজনের মধ্যে পরিচয় অনেকদিনের। তবে শনিবার তাঁরা বাঁধা পড়লেন জীবনের বন্ধনে। খুব অনারম্বরভাবে ভাবে বিয়ে হয়ে গেল গায়ক অনুপম রায় ও প্রস্মিতা পালের। খুবই কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতে তৃতীয় বিয়ে হয়ে গেল অনুপম রায়ের।

আরও পড়ুন-লোকসভা ভোটে বিজেপির প্রথম তালিকায় সুকান্ত-লকেট-সৌমেন্দু, নেই দিলীপ

অনুপমের তৃতীয় বিয়ের জল্পনা শুরু হতেই সামালোচনা শুরু হয় নেটপাড়ায়। তবে সেই সমালোচনা সঙ্গে নিয়েই এবার হয়তো দুজনকে চলতে হবে। সম্প্রতি সংবাদমাধ্য়মে প্রস্মিতা মন্তব্য করেন, যারা অনুপমকে চেনেন তারা জানেন ও খুব ভালো মনের মানুষ।  ব্য়ক্তিগত জীবনে ওর কোনও স্টারডম নেই। ফলে দুজনের মধ্যে এনিয়ে কখনও কোনও সমস্যা হয়নি। ভবিষ্যতেও হবে না। দুজনের বাড়ি থেকেই বিয়ে ঠিক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর। আবার গত বছর নভেম্বর মাসে পিয়ার সঙ্গে বিয়ে হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।

এদিকে, অনুপমের তৃতীয় বিয়ের খবর রটতেই তার প্রথম বিয়ের খবর সামনে চলে এসেছে। কিন্তু কে তাঁর প্রথম স্ত্রী? এই নিয়ে ধোঁয়াশার শেষ নেই। গায়কের প্রথম স্ত্রীকে কেউই কখনও দেখেননি। এমনকী তাঁর নামও জানেন না অনেকেই। তবে এবার প্রকাশ্যে এল তাঁর পরিচয়।

জানা যাচ্ছে অনুপমের সহপাঠী ছিলেন তাঁর প্রথমা স্ত্রী। তবে এখন শোনা যাচ্ছে দেখাশোনা করেই প্রথম বিয়ে হয়েছিল অনুপম রায়ের। তাঁর প্রথম স্ত্রীর নাম শ্রেয়া। শ্রেয়াই নাকি পছন্দ করেছিলেন অনুপমকে। বাংলা সিনেমায় ডেবিউ করার আগে বেঙ্গালুরুতে যখন থাকতেন অনুপম, সেই সময় বন্ধু ছিলেন অনুপম, শ্রেয়া ও প্রিয়ম। অনুপমের নির্দেশনায় তাঁরা  দুটি শর্ট ফিল্মও তৈরি করেছিলেন। ছবির নাম ছিল মাইন্ড রেডিও আর টাই ব্রেকার। মাইন্ড রেডিও ছবিতে অভিনয়ও করেছিলেন অনুপম ও শ্রেয়া। দীর্ঘদিন সেই দুই ছবি ইউটিউবে থাকলেও পরবর্তীতে তা ডিলিট করে দেওয়া হয়।

বেঙ্গালুরুতে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের এক পরিচিতের দাবি, বিখ্যাত হওয়ার স্বপ্নে চাকরি ছেড়ে কলকাতায় চলে যেতে চেয়েছিলেন অনুপম। তাতে সায় ছিল না শ্রেয়ার। তাতেই প্রথম বিয়ে ভাঙে অনুপম- শ্রেয়ার। শ্রেয়া চেয়েছিলেন অনুপম যেন বেঙ্গালুরুতেই থাকেন। কিন্তু অটোগ্রাফের সাফল্যের পর যখন অনুপম কলকাতায় শিফট করেন, তখন শ্রেয়া আসতে চাননি। সেখান থেকেই বিচ্ছেদের সূত্রপাত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *