AIIMS নিয়ে কী বললেন মোদী?
তিনি শনিবার কৃষ্ণনগরের সভা থেকে বলেন, ‘কিছুদিন আগেই কল্যাণী এইমস আমরা মানুষকে উৎসর্গ করেছি। ১০০০ সজ্জার এই হাসপাতাল রোজগারের সুযোগ আনবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে। কিন্তু, তাতেও সমস্যা। এত বৃহৎ একটা কাজে তৃণমূল পরিবেশের দোহাই দিয়ে অনুমতির কথা বলছে।’
উল্লেখ্য, কল্যাণী AIIMS উদ্বোধনের আগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে জানানো হয়েছিল যে পরিবেশ সংক্রান্ত যে ছাড়পত্রের প্রয়োজন হয়ে থাকে তা এক্ষেত্রে নেই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তা এই মুহূর্তে সংশ্লিষ্ট হাসপাতালকে দেওয়া যাবে না বলে জানানো হয়েছিল। অন্যদিকে, এই সার্টিফিকেট ছাড়া কোনও হাসপাতালই সচল রাখা যায় না। সেক্ষেত্রে কল্যাণী AIIMS-এর উদ্বোধন নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও নির্ধারিত সময়েই উদ্বোধন করা হয় কল্যাণী AIIMS-এর।
সেই সময় হাসপাতালের তরফে দাবি করা হয়েছিল, তারা সমস্ত নথি সময় মেনেই জমা দিয়েছিলেন। পাশাপাশি অন্তর্বিভাগ চালু রাখা হবে এবং আজ থেকে তিন বছর আগে সাধারণ মানুষের কথা মাথায় রেখে যে বর্হিবিভাগগুলি চালু হয় সেগুলিও সচল থাকবে বলে জানানো হয়।
এই প্রসঙ্গে কল্যাণ রুদ্র বলেছিলেন, ‘২ লাখ ২২ হাজার ৭৮৬ বর্গমিটার জমির উপর কল্যাণী AIIMS তৈরি। এই প্রকল্পের জন্য পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র প্রথমে নেওয়া হয়নি। ২০২২ সালে ৬ অক্টোবর নির্মাণকারী সংস্থার তরফে ছাড়পত্রের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু, যেহেতু প্রথমে কোনও ছাড়পত্র ছাড়াই নির্মাণ তৈরি হয়, তাই পরিবেশের কথা মাথায় রেখে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে তা মকুবের আবেদন জানানো হলেও পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে জরিমানা দিতেই হবে। তারপর মিলবে ছাড়পত্র।’
এবার বঙ্গে লোকসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসে AIIMS নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কল্যাণী AIIMS হাসপাতালটিতে ICU-র সংখ্যা ১৮, অপারেশন থিয়েটার ২৩। ২০২১ সাল ২৭ জানুয়ারি থেকে সেখানে আউটডোর সচল রয়েছে। সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল।