astrology Sagittarius yearly horoscope 2024


জি ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ মাস শেষ হলেও, কেমন যাবে ধনু রাশির ২০২৪ সাল, ভালো নাকি খারাপ? জেনে নিন,
ধনু রাশির বছর শুরু হবে অনুকুল আবহাওয়া দিয়ে,চারপাশের কাজ কর্ম ভালো যাবে। সব ক্ষেত্রেই অগ্রগতি মিলবে।
ধনু রাশির শারিরীক অবস্থা:- শরীর কিছুটা খারাপ থাকতে পারে চলতি বছরে।তবে বড় কোন ইস্যুর সম্ভবনা নেই।
ক্যারিয়ার :- ক্যারিয়ার, ব্যবসা বানিজ্য চাকরি ক্ষেত্রে কিছু বাধা অশান্তি, উদাসীনতা, অতৃপ্তি থাকার সম্ভবনা। ক্যারিয়ার মন মতন সেট করা কঠিন হবে।
লেখাপড়া :- লেখাপড়া বা পড়াশুনার ভাগ্য ভালো বলা যায়। প্রতিযোগিতা মুলক পরীক্ষা গুলো ভালো ফল পাবে।
দাম্পত্য জীবন:- বছরের শুরুতে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবোঝি, অশান্তি থাকার সম্ভবনা। পরে তা ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন: Capricorn Yearly Horoscope: ২ মাস শেষ, কেমন যাবে মকর রাশির বাকি ১০ মাস? জেনে নিন

ধনুর শুভ যোগ:-
১. সন্তান সম্পর্কিত সমস্যার সমাধান মিলবে।
২. প্রেম সম্পর্কিত বাধা কষ্টের অবসান হবে। নতুন প্রেমে জড়াতে পারেন এই রাশির অনেকে।
৩. লেখাপড়ার ভাগ্য ভালো যাবে।
৪. ধর্ম কর্মে মন ও ভক্তি শ্রদ্বা বৃদ্ধি পাবে।
৫. কোথাও ভ্রমনের যোগ আছে। 
৬. আর্থিক লাভ ইনকাম আয় বৃদ্ধি কিংবা ভালো কোন উপহার প্রাপ্তির যোগ আছে।
৭. বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের উন্নতি করতে পারবেন।
৮. নিজের শরীর স্বাস্থ্যের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন।

আরও পড়ুন: Ajker Rashifal | Horoscope Today: আর্থিক ঝামেলায় তুলা, প্রেমে নিঃসঙ্গতা মকরের, পড়ুন রাশিফল

অশুভ যোগ:- 
১. মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে হঠাৎ করে। খেয়াল না রাখলে, সতর্ক না হলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। মায়ের খেয়াল রাখুন বেশি করে। মায়ের সঙ্গে মত বিরোধও সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রে।
২. পরিবার বা আপনার মা যেখানে থাকেন সেখানে কিছু অশান্তি,ঝগড়া  বা সমস্যা তৈরি হতে পারে।
৩. এ বছর আপনার মন কোন ব্যাপার নিয়ে অশান্ত থাকতে পারে। মানসিক সুখ বা তৃপ্তি সহজে আসবে না।
৪. যেসব ধনুর হার্টের সমস্যা কিংবা এজমা শ্বাস-প্রশ্বাস কিংবা ফুসফুস সম্পর্কিত সমস্যা আছে তাঁরা রোগ নিয়ে অবহেলা করবেন না। নইলে এদিকে ভালো ভোগান্তি হতে পারে।
৫. বুকে কফ জমা,কাশি শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা লেগে থাকার সম্ভবনা সারা বছর জুড়েই।
৬. আত্মীয়, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট ভুল বুঝাবুঝি, অশান্তি, সম্পর্কের অবনতির সম্ভবনা।
৭. কনফিডেন্স বা মানসিক সাহস এ বছর অনেকটাই দুর্বল বা লো থাকার সম্ভবনা।
৮. চাকরি ব্যবসা ক্যারিয়ার ভাগ্য এ বছর ঝামেলাপূর্ণ থাকার সম্ভবনা।

আগামীকাল আসবে, বৃশ্চিক রাশির বছর কেমন যাবে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *