BJP Candidate List 2024 : প্রথম দফায় বাংলার ২০ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কোথায়- কে দাঁড়াচ্ছেন? – bjp announces first phase candidate list of lok sabha election 2024 including west bengal


লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। শনিবার প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সেখানে বাংলারও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিগত দু’বারের মতো এবারেও বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার এই প্রার্থী তালিকায় ২৮ জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৩৮ জন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রথম দফার প্রার্থী তালিকায় রাখা হয়েছে। এবার বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা একনজরে দেখে নেওয়া যাক।বিজেপির প্রার্থী তালিকা

কোচবিহার – শ্রী নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার – শ্রী মনোজ টিগ্গা
বালুরঘাট – ড. সুকান্ত মজুমদার
মালদা উত্তর – শ্রী খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর – ড. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ – শ্রী গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট – শ্রী জগন্নাথ সরকার
বনগা – শ্রী শান্তনু ঠাকুর
জয়নগর – শ্রী অশোক কান্ডারী
যাদবপুর – ড. অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া – ড. রথীন চক্রবর্তী
হুগলি – শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়
কাঁথি – শ্রী সৌমেন্দু অধিকারী
ঘাটাল – শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া – শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া – ড. সুভাষ সরকার
বিষ্ণুপুর – শ্রী সৌমিত্র খাঁ
আসানসোল – শ্রী পবন সিং
বোলপুর – শ্রীমতী প্রিয়া সাহা

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *