Durgapur News : খেলতে গিয়ে মাথায় চোট শিশুর! জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা বিধায়কের, খুশি পরিবার – durgapur pandaveswar mla helped child family for critical operation from sskm hospital


খেলতে গিয়ে মাথায় গভীর চোট পায় শিশু। চিড় ধরে খুলিতে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। বিপদমুক্ত হতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। কিন্তু, অর্থের অভাবে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা-মার। শেষমেষ শিশুটির চিকিৎসার দায়িত্ব দিলেন বিধায়ক। ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে।বিধায়কের সহায়তা ও প্রচেষ্টাই মাথাতে জটিল অস্ত্রোপচারের পর নতুন জীবন ফিরে পেল ৬ বছরের শিশু। শিশুটি সুস্থ হয়ে ওঠেই খুশি বিধায়কও। বছর ছয়েকের শিশুটির বাড়ি নবগ্রামের ডাঙ্গাল পাড়াতে বাড়ি। বাবা খাইরুল শেখ রিকশাচালক, মা হেনা বিবি গৃহবধূ।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাস দু’য়েক আগে খেলা করতে করতে হঠাৎ মাথার উপর ভর দিয়ে পড়ে যায়। দুর্ঘটনায় গভীর চোট লাগে মাথাতে। চিড় ধরে করোটিতে (মাথার খুলি)। প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু তাতে বিপদমুক্ত হয়নি সে। চিকিৎসকরা জানান, মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। যা যথেষ্ট খরচা সাপেক্ষ। আর্থিক সঙ্গতি না থাকাই ছেলের চিকিৎসা করানো নিয়ে মহা বিপদে পরে শিশুটির বাবা ও মা।

এরপর বিষয়টি জানতে পারেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বাবা-মাকে ডেকে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। এককালীন আর্থিক সাহায্যও করেন। এরপর বিধায়কের প্রচেষ্টাতে চিকিৎসার জন্য শিশুকে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। সম্প্রতি সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর মাথায় অপারেশন করেন। করোটিতে লাগানো হয় ধাতু প্লেট। অস্ত্রোপচার সফল হয় বলে জানান চিকিৎসক।

নামেই ব্লাডলেস প্রোডাকশন, কিন্তু তা মানা হচ্ছে কোথায়?
অস্ত্রোপচারের পর সুস্থ ছেলেকে নিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন তাঁর অভিভাবকেরা। শনিবার সুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে বিধায়কের সঙ্গে দেখা করেন তার মা হেনা বিবি। কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান বিধায়ককে। শিশুটিকে বুকে জড়িয়ে আদর করেন বিধায়ক। বিষয়টি নিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আমি হেতু মাত্র । কৃতজ্ঞতা জানানো উচিত পিজি হাসপাতালের চিকিৎসকদের। যাদের কারণে ছেলেটি নতুন জীবন ফিরে পেয়েছে। তাঁর কথায়, অনেকেই সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ান, এটা ঠিক নয়। সফল জটিল অপারেশন প্রমাণ করল সরকারি হাসপাতালেও আধুনিক চিকিৎসা হয় এই রাজ্যে। স্বাস্থ্য সাথী কার্ড থেকেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *