লোকসভা নির্বাচনের আগে বঙ্গে মোদী। শনিবার তাঁর নদিয়া কৃষ্ণনগরে যাওয়ার কথা। এদিন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি। পাশাপাশি কৃষ্ণনগরে করবেন সভা। এদিন কৃষ্ণনগর এবং রানাঘাট এই দুই আসনের জন্য বড় বার্তা দিতে পারেন তিনি, মনে করা হচ্ছে এমনটাই।
> এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মহুয়া মৈত্র। তিনি কচুরি খাওয়ার ছবি শেয়ার করেন। সেখানে লেখেন, ‘আজ করিমপুরের রমেন ঘোষের দোকানের ডালপুরি দিয়ে সকাল শুরু হল। মাই ফেভারিট, প্রধানমন্ত্রী মোদীজি-আসুন না একটু খেয়ে যান।’
উল্লেখ্য, সম্প্রতি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘মহুয়াকে ওঁরা তাড়িয়ে দিয়েছে, কিন্তু কেন? কারণ ও মানুষের জন্য কথা বলত। তোমরা জোর করে ওকে তাড়িয়ে দিতে পার। কিন্তু, ও মানুষের ভোটেই জয়ী হবে।’
> এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মহুয়া মৈত্র। তিনি কচুরি খাওয়ার ছবি শেয়ার করেন। সেখানে লেখেন, ‘আজ করিমপুরের রমেন ঘোষের দোকানের ডালপুরি দিয়ে সকাল শুরু হল। মাই ফেভারিট, প্রধানমন্ত্রী মোদীজি-আসুন না একটু খেয়ে যান।’
উল্লেখ্য, সম্প্রতি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘মহুয়াকে ওঁরা তাড়িয়ে দিয়েছে, কিন্তু কেন? কারণ ও মানুষের জন্য কথা বলত। তোমরা জোর করে ওকে তাড়িয়ে দিতে পার। কিন্তু, ও মানুষের ভোটেই জয়ী হবে।’
এদিন কৃষ্ণনগর আসন নিয়ে আলাদা করে মোদীর কণ্ঠে কোনও কথা শোনা যায় কিনা, সেই দিকে থাকবে সব নজর। প্রসঙ্গত, এদিন ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি রাজভবন থেকে রওনা দেন।