Ananta Maharaj : ‘ডাস্টবিন করে রেখেছে’, প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনন্ত মহারাজ – ananta maharaj expressed anger over the selection of lok sabha candidates for coochbehar


লোকসভা নির্বাচনের পূর্বে কোচবিহার কেন্দ্রে অস্বস্তি গেরুয়া শিবিরে। লোকসভার সাংসদ প্রার্থী নির্বাচনের আলোচনায় কেন ডাকা হয়নি? প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকে রাজ্য বিজেপি তাঁকে ‘ডাস্টবিন’-এর মতো ফেলে রেখে দিয়েছে বলে দাবি তাঁর। যদিও, জেলা বিজেপি নেতৃত্ব এ বিষয়ে মুখ খোলেননি।লোকসভা নির্বাচনের মুখে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ গ্রেটার সুপ্রিমো তথা বিজেপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের দাবি, লোকসভা ভোটে কোচবিহারে প্রার্থী বাছাই নিয়ে বিজেপি তার সঙ্গে কোনো আলোচনা করেনি। তাঁর কথায়, ‘ রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে। কেউ কোনও যোগাযোগই রাখে না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।’ অনন্ত মহারাজের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অভ্যন্তরে। গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব অবশ্য কোনো মন্তব্য করতে চায়নি।

কোচবিহার তথা উত্তরবঙ্গের একটা অংশে ভালো প্রভাব পড়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজের। উত্তরবঙ্গকে ঘিরে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে অনন্ত মহারাজের দাবি, বিজেপির অনেক বিধায়ক সমর্থন করায় দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে বিজেপির সুসম্পর্ক রয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তার প্রভাব ভোটবাক্সে পড়েছে। বিজেপির ফল ভালো হয়েছে। এরপর গত মে মাসে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে বিজেপি। সাংসদ নির্বাচিত হয়ে আসার পর থেকেই তিনি দাবি করে আসছিলেন খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে চলেছেন। কিন্তু তাঁর ঘোষনার কয়েকমাস পেরিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার সে বিষয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় রীতিমতো বিরক্ত অনন্ত মহারাজ।

Nisith Pramanik : কোচবিহারে তুরুপের তাস নিশীথই! আত্মবিশ্বাসী বিজেপি, ফাইট দিতে তৈরি তৃণমূলও
অন্যদিকে, অনন্ত মহারাজের এক অনুগামী পিন্টু রায়ের সোশাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে আরও হইচই পড়ে গিয়েছে। রবিবার বিকেলে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে তিনি উল্লেখ করেন, ‘নিশীথ প্রামাণিক যেসব প্রতিশ্রুতি কোচবিহারবাসীকে দিয়েছিল সেগুল একটিও পালন করেনি। নিশীথ হারবেই।’ রাজ্যে ইতিমধ্যে ২০টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে কোচবিহার কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় কেন্দ্রীয় মন্ত্রী ও বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের। গত বার প্রায় দেড় লাখের বেশি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী। ফের এই কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিকের উপরেই ভরসা রেখেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *