IPL 2024: বিরাট ধাক্কা, মাথায় আকাশ ভেঙে পড়ল ধোনিদের, ছিটকে গেলেন মহাতারকা!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সপ্তদশ আইপিএল (IPL 2024) শুরুর আগেই বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)! দলের কোটি টাকার নিউ জিল্য়ান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়েকে (Devon Conway) নিয়ে এল আপডেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলাকালীন, কিউয়ি ব্য়াটার তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। ছোটখাটো চোট নয়, তাঁকে এবার অস্ত্রোপচারই করাতে হবে। সমাজমাধ্য়মের পাতায় বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে নিউ জিল্য়ান্ডের ক্রিকেট বোর্ড ওরফে ব্ল্য়াকক্য়াপস। যার ফলে আইপিএল প্রথমার্ধে তাঁর সার্ভিস পাবে না এমএস ধোনির (MS Dhoni) পাঁচবারের ও গতবারের চ্য়াম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। কনওয়ের সেরে উঠতে কম করে আট সপ্তাহ লেগে যাবে! এখন দেখার তিনি কবে সুস্থ হয়ে মাঠে নামতে পারেন। আগামী ২২ মার্চ সিএসকে ও আরসিবি ম্য়াচ দিয়েই আইপিএলের পর্দা উঠছে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

আরও পড়ুন: Sourav Ganguly: মসনদে থাকাকালীনই মহারাজের সিদ্ধান্ত, বিরাটের বদলে কেন রোহিতকে দিয়েছিলেন দায়িত্ব?

২০২২ সালের নিলামে কনওয়েকে ১ কোটি টাকা দিয়ে দলে নেয় সিএসকে। বাঁ-হাতি মারকুটে ব্য়াটার ‘ইয়েলো আর্মি’র জার্সিতে ২৩ ম্য়াচে করেছেন ৯২৪ রান। আইপিএলে তাঁর গড় ৪৬.১২। স্ট্রাইক রেট ১৪১.২৮। আইপিএলে কনওয়ে ওপেনিংয়ে জুটি বাঁধেন রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে। রুতুকে নিয়ে কনওয়ে অবলীলায় দলকে একটা বড় রানের মঞ্চ গড়ে দেন। গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে হয়েছিল আইপিএলের মিনি নিলাম। ৩১ কোটি ৪০ লক্ষ টাকার থলি নিয়ে, চেন্নাই বাজার করতে নেমেছিল আইপিএল নিলামে। দুবাইয়ে ধোনির ফ্র্যাঞ্চাইজি তিন বিদেশি-সহ ছয় ক্রিকেটারকে দলে নেয়। বিদেশিদের মধ্য়ে চেন্নাইয়ে নাম লেখালেন নিউ জিল্য়ান্ডেরই দুই ব্য়াটার-ড্য়ারেল মিচেল (১৪ কোটি) ও রাচিন রবীন্দ্র (১.৮ কোটি)। চেন্নাই দলে নেয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (২ কোটি)। ভারতীয়দের মধ্য়ে চেন্নাই দলে নিয়েছে শার্দূল ঠাকুর (৪ কোটি), সমীর রিজভি (৮.৪০ কোটি) ও অবনিশ রাও আরাভেলিকে (২০ লক্ষ)। সিএসকে-তে রয়েছে তিন নিউ জিল্য়ান্ডের ক্রিকেটার।

আরও পড়ুন: Pat Cummins | IPL 2024: বিশ্বকাপ জয়ী অধিনায়কে এবার বিরাট দায়িত্ব, আগেই ২০.৫ কোটি দিয়েছিল ‘অরেঞ্জ আর্মি’

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *