Alipore Zoo,Alipore Zoo : আলিপুর চিড়িয়াখানায় আরও আনন্দ, আজ থেকেই দর্শকদের সামনে নতুন ব্যাঘ্র ‘দম্পতি’ – alipore zoo authority brings two new tiger from north bengal


কলকাতা তথা পার্শ্ববর্তী জেলাগুলির মানুষের কাছে অন্যতম ভ্রমণের জায়গা আলিপুর চিড়িয়াখানা। বছরের বিভিন্ন সময়, বিশেষত শীতকালে চিড়িয়াখানায় ভিড় লেগেই থাকে। এবার আরও আকর্ষণ বাড়ল চিড়িয়াখানার। কারণ আলিপুর চিড়িয়াখানায় এবার দর্শকদের আরও আনন্দ দিতে আনা হল একজোড়া বাঘ। আসলে তারা ‘দম্পতি’। আজ মঙ্গলবার থেকেই দর্শকদের সামনে আনা হবে চিড়িয়াখানার ডোরাকাটা নব্য দুই সদস্যকে।এক বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে উত্তরবঙ্গের চিড়িয়াখানা থেকে কলকাতা এসে পৌঁছয় ২টি বাঘ। দুই বাঘেরই বয়স প্রায় ৩ বছর। পাশাপাশি দু’টি খাঁচায় রাখা হয়েছে তাদের। আজ তারা যুগলে থেকে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করবে। এদিকে এই ব্র্যাঘ্র ‘দম্পতি’র পরিবর্তে আলিপুর থেকে উত্তরবঙ্গে গেল পাইথন, বার্কিং ডিয়ার এবং ওয়াটার মনিটর লিজার্ড। এই প্রসঙ্গে, আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, শনিবার পর্যন্ত পশুশালায় ছিল ৩টি পুরুষ ও ২টি মহিলা বাঘ। তবে সেগুলির প্রত্যেকেটিরই বয়স হয়েছে। কমেছে শারীরিক স্ফূর্তি ও গর্জনের জোর। তাই কিছুদিন ধরেই আলিপুর চিড়িয়াখানায় নয়া হলুদ – কালো ডোরাকাটাদের আনার পরিকল্পনা করছিল কর্তৃপক্ষ। সেইমতো কয়েকমাস আগে থেকে উত্তরবঙ্গ সাফারি পার্কের সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত দু’টি বাঘকে কলকাতায় আনার বিষয়টি চূড়ান্ত হবে।

জানা গিয়েছে, এক্ষেত্রে আলিপুর চিড়িয়াখানার একটি দাবি ছিল, তা হল, একটি পুরুষ এবং একটি মহিলা বাঘকে নিয়ে আসা অনুমতি দিতে হবে। ভবিষ্যতে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বৃদ্ধির জন্যই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। বাঘ ‘দম্পতি’কে আনতে সপ্তাহখানেক আগেই উত্তরবঙ্গে পৌঁছে যায় আলিপুর চিড়িয়াখানার টিম। নির্দিষ্ট নিয়ম মেনে ও বিশেষ ব্যবস্থাপনার মধ্যেই বাঘ দু’টিকে কলকাতায় নিয়ে আসা হয়। সঙ্গে ছিল চিকিৎসক ও বিশেষজ্ঞদের টিমও। রাখা হয় ২টি অ্যাম্বুল্যান্স। এমনকী উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার পথে গোটা রাস্তাটি গ্রিন করিডর করে দেয় স্থানীয় পুলিস ও প্রশাসন।

এদিকে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে উদ্ধার হওয়া নতুন এক প্রাণীকেও আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। প্রাণীটির নাম মালয়ান টাপির। জলপাইগুড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রায়ের ভিত্তিতে ওই প্রাণীটিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। চিড়িয়াখানার দর্শকরা নতুন বাঘ ‘দম্পতি’ ও নয়া এই প্রাণীকে দেখে আরও আনন্দ পাবেন বলেই আশাবাদী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, আলিপুর পশুশালা গত তিনমাসে শহরের সবচেয়ে জনপ্রিয় স্থান হিসেবে মনোনীত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *