Kolkata Metro : গঙ্গার নীচে মেট্রোর সূচনা বুধবার, সেদিনই বন্ধ থাকছে আরেকটি রুট – kolkata metro joka to taratala route will be closed on 6 march wednesday


বুধবার বন্ধ থাকছে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো সার্ভিস। কলকাতা মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা ৬ মার্চ, বুধবার বন্ধ রাখা হচ্ছে। মেট্রো লাইনে সেফটি কাজের জন্য এই লাইনে মেট্রো সার্ভিস বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।কলকাতা মেট্রোর একাধিক লাইনে বর্তমানে সম্প্রসারণের কাজ চলছে। তবে বর্তমানে জোকা থেকে শুরু হয়ে ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে তারাতলা পর্যন্ত রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। এই লাইনে সেফটি কাজ করা হবে বলেই বুধবার মেট্রো সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। যদিও এই লাইনের বাকি স্টেশনগুলি হল মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট ও এসপ্ল্যানেড যেগুলি এখনও পর্যন্ত চালু করা হয়নি। এগুলির অবশ্য নির্মাণ কাজ চলছে। বর্তমানে ৪০ মিনিটের ব্যবধানে এই লাইনে সারাদিনে মোট ২৪টি মেট্রো পাওয়া যাচ্ছে। আগামী দিনে মেট্রো পথ সম্প্রসারণের কাজ শেষ হলে আরো কম সময়ের ব্যবধানে এই পথে মেট্রো চলবে বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রোর ইতিহাসে যদিও বুধবার একটি ঐতিহাসিক দিন। দেশের মধ্যে প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রার শুভ সূচনা হচ্ছে আগামীকাল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুট উদ্বোধন হতে চলেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যাত্রাপথ। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী বলেই মনে করা হচ্ছে।

Kolkata Underwater Metro : বুধেই গঙ্গার নীচে মেট্রো পথের উদ্বোধন মোদীর, কবে চড়বেন যাত্রীরা? দেখুন স্টেশনের ভিডিয়ো
হাওড়া থেকে জলের নিচ দিয়ে এই মেট্রো যাত্রাপথের সূচনার জন্য এখন থেকেই সাজ সাজ রব। এই মেট্রো যাত্রাপথে হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদহ ১১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো ইতিমধ্যে একাধিক লাইনে কাজ চলছে। তবে দীর্ঘদিন ধরেই গঙ্গার নিচ দিয়ে এই মেট্রোর যাত্রাপথের সূচনার অপেক্ষায় ছিল তিলোত্তমা। যে শহর থেকে মেট্রো রেল চালু হয় গোটা দেশে। সেই শহরেই দেশের মধ্যে প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রাপথের উদ্বোধন হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *