Mamata Banerjee : ‘নজর রাখুন!’ বুধবার ফেসবুকে বড় ঘোষণার বার্তা মুখ্যমন্ত্রীর – mamata banerjee said to watch her facebook page on wednesday for big announcement


নজর রাখুন ফেসবুক পেজে! হঠাৎই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে শেয়ার হল একটি বার্তা। সাধারণ মানুষের জন্য কিছু একটা নির্দেশ বা ঘোষণা করবেন তিনি। সেই সম্পর্কেই এই ফেসবুক পোস্ট করা হল মনে করা হচ্ছে। তৈরি হয়েছে নানা জল্পনা।মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘আগামীকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা।’ রাজ্যবাসীকে তাঁর ফেসবুক পেজ নজর রাখার জন্য বলা হয়েছে। সকাল দশটা নাগাদ তাঁর ফেসবুক পেজে নজর রাখার জন্য বলা হয়। সেক্ষেত্রে, ওই সময় তিনি ফেসবুক পেজ থেকে লাইভ হবেন, নাকি তাঁর ফেসবুক পেজ থেকে নতুন কিছু ঘোষণা করা হবে রাজ্যবাসীর জন্য, সেই নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে।

সামনেই লোকসভা নির্বাচন। তাঁর আগে রাজ্যের সাধারণ মানুষের জন্য নতুন কিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? নতুন কোনও প্রকল্পের কথা ঘোষণা করা হবে? নাকি রাজ্যবাসীকে ফেবসুকের মাধ্যমে তিনি নতুন কিছু সংবাদ দেবেন? এ ব্যাপারে যদিও রাজ্য সরকার বা শাসক দলের তরফে কোনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাঘু করা হয়নি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে নতুন কোনও জনমুখী প্রকল্পের ব্যাপারেও তিনি ঘোষণা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। আরেক অংশের মতে, গত বিধানসভা নির্বাচনের আগে জন সাধারণকে নানা সরকারি পরিষেবা প্রদানের জন্য দুয়ারে সরকার ক্যাম্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। সেরকমই সরকারি কোনও কর্মকাণ্ডের কথাও ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

‘ফোন ছাড়া পাগল হয়ে যাব’, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটা? বিশেষ বার্তা মমতার
জনসাধারণকে তাঁদের নানা সমস্যা দূরীকরণে এবং অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা চালু করেছেন তিনি। এর আগে দিদিকে বলো বলেও একটি পরিষেবা চালু করা হয়। যার মাধ্যমে রাজ্যের যে কোনও প্রান্তের নাগরিকরা তাঁদের অভাব অভিযোগের কথা জানাতে পারেন। তাঁদের অসুবিধা বা সমস্যার গুরুত্ব বিচার করে সেগুলি রাজ্য সরকারের তরফে সমাধানের ব্যবস্থা করা হয়ে থাকে। এরকম ধরনের নতুন কোনও পরিষেবা ঘোষণা করার জন্যও তিনি এই বার্তা দিয়েছেন বলেও মনে করছেন অনেকে।
তবে তিনি নতুন কী ঘোষণা করবেন বা রাজ্যের মানুষকে কী বার্তা দেবেন, সে ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে লোকসভা নির্বাচনের আগে বুধবার একটি বড় চমক অপেক্ষা করছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *