PM Narendra Modi : দু’দিনের সফরে কলকাতায়, শহরে পা রেখেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদী – pm narendra modi visit to see belur math president swami smaranananda admitted in hospital


কলকাতায় পা রেখেই অসুস্থ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে হাসপাতালে দেখতে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (শিশুমঙ্গল) হাসপাতালে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ মিনিট সেখানে ছিলেন রাজভবনের উদ্দেশে রওনা দেওয়ার আগে।বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ।রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজির অবস্থা আপাতত স্থিতিশীল। মঠ সূত্রে জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরের মাসের শেষের দিকে বার্ধক্য জনিত কারণে অসুস্থ হওয়ায় প্রেসিডেন্ট মহারাজ কে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে নরেন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন। কিছুদিন পর ফের তিনি অসুস্থ হলে পুনরায় পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে ওঁকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। গতকাল রাতের পর থেকে তার অবস্থার উন্নতি হয়েছে, এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। চিকিৎসকরা আশাবাদী হয়তো আগামীকালই তাঁকে ভেন্টিলেকশন থেকে পুনরায় সাধারন বেডে স্থানান্তরিত করা হতে পারে।

গুরুতর অসুস্থ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ, সুস্থতা কামনা মুখ্যমন্ত্রীর
ভক্ত এবং সাধারণ মানুষের জন্য মাননীয় সাধারণ সম্পাদকের এটাই তার বার্তা। আরো জানাযায় মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একুইট বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সেটি তিনি পেয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুভেচ্ছা জানিয়ে একটি পুস্পস্তবকও পাঠানো হয়েছে । রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ মহারাজ তাঁর বয়স ৯৬ বছর। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ। স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পর ২০১৭ সালের ২১ জুলাই প্রেসিডেন্ট হিসাবে স্বামী স্মরণানন্দ মহারাজ দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে অবশ্য তিনি সহ-অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। বেলুড় মঠের অছি সভার বৈঠকে তাঁর নাম নির্বাচিত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *