CBI : ‘মাহেন্দ্রক্ষণ’ ৬:৪৫, হাইকোর্টের নির্দেশের একদিন পর শাহজাহানকে হাতে পেল CBI – sheikh shahjahan handed over to cbi as per court order on sandeshkhali case


শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেল সিবিআই। দীর্ঘ টালবাহানা পর অবশেষে সন্দেশখালির কাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। সন্দেশখালি কাণ্ড নিয়ে এবার পুরোদমে তদন্ত করবে সিবিআই। তাকে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। আজকেই তাকে হেফাজতে সিবিআই পাবে কিনা, তা নিয়ে দীর্ঘ টালবাহানা চলে। বিকেল ৪.১৫ নাগাদ তাকে সিবিআই হেফাজতে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও, তার প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যায় ৬.৪৫ নাগাদ সিবিআই শেখ শাহজাহানকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা হয়।এর আগে শেখ শাহজাহানকে মাঝে বের করে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিবিআই আধিকারিকদের জিম্মায় শেখ শাহজাহান। সুপ্রিম কোর্ট সন্দেশখালিকাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ জারি রেখেছে। এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আজ বুধবার বিকেল সাড়ে চারটের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে। গতকালের নির্দেশকেই কার্যকর করতে বলল হাইকোর্ট।

ঘটনার গুরুত্ব ও আদালতের নির্দেশ উপলব্ধি করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নির্দেশ দেন, কালকের নির্দেশ কার্যকর করতে হবে। আজ বিকেল সোয়া ৪ টের মধ্যে মামলার নথি সহ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হতে তুলে দিতে হবে। আদালত মনে করে, রাজ্যের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার ফলে এই মামলা অস্বীকার করার কোনও জায়গা নেই।

একইসঙ্গে কলকাতা হাইকোর্টের মত, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেও রাজ্যের পক্ষে কোনও নির্দেশ বা আগের নির্দেশ স্থগিত করেনি শীর্ষ আদালত। তাই গতকালের নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি আদালত অবমাননার অভিযোগে অভিযুক্তদের দু সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। তিন সপ্তাহ পড়ে মামলার পরবর্তী শুনানি।

Mamata Banerjee News: লোকসভার আগে মাস্টারস্ট্রোক, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে। বুধবার, সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখা হয়েছে। পাশাপাশি, আদালত অবমাননার অভিযোগের তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে সিবিআইকে, সেই কারণে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *