Kolkata Traffic Police : কলকাতায় প্রধানমন্ত্রী, সভা বারাসতে, রাস্তায় প্রবল যানজট? – kolkata traffic update for today 6 march pm narendra modi in west bengal know latest traffic update


বাংলা রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই রাজ্যে এসেছেন তিনি। আজ তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ভিভিআউপি মুভমেন্টের মাঝে যান চলাচল ঠিক রাখতে আরও বেশি করে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে রাজভবন (দক্ষিণ) গেট – আর আর অ্যাভিনিউ – জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড – কে পি রোড – ১১ ফারলং গেট। একই সময়ে এসপ্ল্যানেড রো (পূর্ব) ও এসপ্ল্যানেড ক্রসিং থেকে জে এল নেহেরু রোড হতে এসপ্ল্যানেড মেট্রোর ৫ নম্বর গেট পর্যন্ত যানবাহনের পার্কিংও নিয়ন্ত্রিত রাখা হচ্ছে।এদিকে এদিন শহরে বেশকিছু মিটিং মিছিলও রয়েছে। এই প্রসঙ্গে লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, এখনও পর্যন্ত শহরের যান চলাচল ঠিকই আছে। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। তবে এদিন বেলা ১২টা নাগাদ কলেজ স্কোয়ারে একটি সমাবেশ রয়েছে। যার জন্য শহরের বিভিন্ন দিক থেকে মিছিল আসবে। দুপুর ১টার সময় গোপাল নগর থেকে বের হবে একটি মিছিল। তারপর দুপুর দেড়টা নাগাদ রাসবিহারি অ্যাভিনিউ থেকে আরও একটি মিছিল বের হবে। সেটি দেশপ্রিয় পার্ক, হাজরা ক্রসিং সহ বিভিন্ন রাস্তা হয়ে এগোবে। এরপর বিকেল সাড়ে ৩টে নাগাদ আরও একটি মিছিল রয়েছে। সেটি হগ স্ট্রিট থেকে বেরিয়ে এন ব্যানার্জী রোড, লেলিন সরণী হয়ে এগিয়ে যাবে।

এদিকে এদিন বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে চূড়ান্ত তৎপর পুলিশ। গেরুয়া শিবিরে দাবি, এদিন শুধু উত্তর ২৪ পরগনা নয়, রাজ্যের অন্যান্য জেলা থেকেইও কর্মী-সমর্থকরা আসবেন প্রধানমন্ত্রীর সভায়। শুধু প্রধানমন্ত্রী নন, আসবেন আরও বিশিষ্ট মানুষেরা। বারাসত শহরের প্রাণকেন্দ্র কাছাড়ি ময়দান। আর তার পাশেই জেলাশাসকের দফতর, জেলা আদালত, জেলা পরিষদ সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস। নিত্যদিন বহু মানুষ ভিড় করেন বারাসতের এই এলাকায়। এই পরিস্থিতি কোনওভাবেই যানজট তৈরি না হয় সেই দিকটা মাথায় রাখছে পুলিশ প্রশাসন। একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানাচ্ছে, শহরে যান চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। তবে, এদিন ভারী যানবাহন চলাচল করবে না। বিভিন্ন মোড়ে মোতায়েন থাকছে ট্রাফিক পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *