PM Modi: লক্ষ্য মহিলা ভোটব্যাঙ্ক! বারাসাতে সন্দেশখালি অস্ত্র শান মোদীর


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের আগে মহিলা ভোট ব্যাঙ্কে নজর বিজেপির। আর সেই পথই প্রশস্ত করতে সন্দেশখালিকে হাতিয়ার করেছে পদ্মশিবির। এদিন বারাসাতে বাংলার মহিলাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য, নারীশক্তির এই অপমান শুধু সন্দেশখালিতে সীমিত থাকবে না। গোটা বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে। মহিলারা যাতে অর্জিত অর্থ সঞ্চয় করতে পারেন, সে জন্য একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের, জানান মোদী। 

আরও পড়ুন,  Shantanu Thakur: ‘তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয়’, পোস্টারে ছয়লাপ বনগাঁ স্টেশন!

এমনকী বাংলার মহিলাদের বন্দনা করে বললেন, এই দেশকে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের দিয়েছে। ভগিনী নিবেদিতা, সরলা দেবীদের দিয়েছে। কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না। 

বারাসতের সভা থেকে ইন্ডিয়া জোটকেও আক্রমণ মোদীর। কেন্দ্রে এনডিএ সরকারের আসা নিশ্চিত। তাই জোটের নেতাদের মাথাখারাপ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করছেন না ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা। মমতাকেও নিশানা প্রধানমন্ত্রীর।  

 

আরও পড়ুন, Khagen Murmu: ‘চোর, বেইমান, ভেলকিবাজ’ খগেন মুর্মু! বেনজির আক্রমণ বিজেপি প্রার্থীকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *