সন্দেশখালি থেকে মোট ৮-১০ টা বাস আসে বারাসতে মোদীর সভায় যোগদানের জন্য। লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে রাজ্যের দুই জায়গায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার আরামবাগ এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে সভা করেন তিনি। তৃতীয়বারের জন্য ফের মঙ্গলবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিন মোদীর জনসভা নিয়ে বিজেপি কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
শেখ শাহজাহান আতঙ্ক কাটিয়ে এদিন প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নদী পার হয়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেন শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকরা। সন্দেশখালি ঘাট থেকে নদী পার হয়ে ধামাখালিতে এসে তাঁরা বাসে করে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাঁদের দাবি, এত বছর শেখ শাহজাহান ও তার দলবল মারধর করে হুমকি দিয়ে আমাদেরকে ঘর থেকে বের হতে দিত না। কোনও বিজেপির সভায় বা মিছিলে যোগ দিতে দিত না। কিন্তু এখন শাহজাহান গ্রেফতার হয়েছে, তার দলের বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। তাই আমরা এবার নির্ভয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যেতে পারছি।
বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে বারাসতে নারী শক্তি কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। আগেই ৬ তারিখের জনসভার বিষয়ে ঘোষণা করেছিল বিজেপি। পরবর্তীকালে ৮ মার্চ নারী দিবসের দিন এই সভা আয়োজনের জল্পনা তৈরি করা হলেও প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুয়ায়ী ৬ তারিখেই এই সভার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের আসনগুলির মধ্যে রাজ্য বিজেপির নজরে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার আসনগুলো। সেই লক্ষ্যেই বারাসত কেন্দ্রকে সভার আয়োজন জন্য বেছে নেওয়া হয়েছে বলেই জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বারাসত, বনগাঁ থেকে শুরু করে বসিরহাট কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের আশায় মোদীর সভা অনেকটাই ভরসা যোগাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।