পুরসভা সূত্রে খবর, আগামী ১২, ১৩ ও ১৫ মার্চ আই এফ এ পরিচালিত মহিলা ফুটবল ( কন্যাশ্রী কাপ ) লিগের খেলা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত ২০১১ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় অত্যাধুনিক উলুবেড়িয়া স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই কয়েক লাখ টাকা ব্যায় করে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠ নির্মান করা হয় এবং মুখ্যমন্ত্রী স্টেডিয়াম মাঠের উদ্বোধন করেন।
মাঝে স্টেডিয়ামে মাঠে লিগের খেলা থেকে আই এফ এ লিগের খেলা ও শুরু হয়। যদিও করোনার সময় দীর্ঘদিন স্টেডিয়াম বন্ধ থাকায় মাঠ সেভাবে রক্ষনাবেক্ষণ করা যায়নি। ফলে মাঠ ক্রমশঃ বেহাল হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় মাঠের ঘাস শুকিয়ে হলুদ হয়ে যায়। পরবর্তী সময়ে মাঠে খেলা শুরু হলেও মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় বছর খানেক আগে মাঠে খেলা বন্ধ করে দিতে হয়। এরপরেই ঠিক হয় মাঠটিকে আবার নতুন করে তৈরি করা হবে। সেইমত কলকাতার একটি নামকরা সংস্থাকে মাঠ তৈরির দায়িত্ব দেওয়া হয়।
যদিও সেই সংস্থাও দীর্ঘদিন সময় নিয়ে নেয়। অবশেষে নতুন ভাবে মাঠ তৈরির পর আগামী শনিবার থেকে মাঠে ফুটরল খেলা শুরু হবে। এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, কয়েকটি কারণে মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। পরে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে মাঠটি নতুন ভাবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত ১০ লাখ টাকা ব্যয়ে মাঠটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আবার মাঠে ফুটরল খেলা শুরু হবে। ইনামুর রহমান জানান তবে শুধু ফুটবল খেলা নয়, পাশাপাশি স্টেডিয়ামে একাধিক খেলার কোচিং ক্যাম্প করার পরিকল্পনাও আছে।