Uluberia Stadium : নবরূপে সজ্জিত উলুবেড়িয়া স্টেডিয়ামের উদ্বোধন শনিবার, খুশির হাওয়া ক্রীড়া মহলে – uluberia stadium renovation work will be inaugurated on saturday good news


দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে আগামী ৯ ই মার্চ থেকে নবরূপে সজ্জিত উলুবেড়িয়া স্টেডিয়াম আবার ফুটবল খেলা শুরু হবে। খুশি জেলার ক্রীড়া মহলে। ১০ লাখ টাকা ব্যয়ে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে স্টেডিয়ামকে। বড় টুর্নামেন্টের আসর বসবে এবার এই স্টেডিয়ামে।উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, আগামী শনিবার কলকাতা একাদশ বনাম উলুবেড়িয়া একাদশের একটি প্রদর্শনী ম্যাচের মধ্যে দিয়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে। এইদিন নবরূপে সজ্জিত স্টেডিয়ামে ফুটবল খেলার সূচনা করবেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরে মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ফুটবলার বিদেশ বসুর উপস্থিত থাকার কথা।

পুরসভা সূত্রে খবর, আগামী ১২, ১৩ ও ১৫ মার্চ আই এফ এ পরিচালিত মহিলা ফুটবল ( কন্যাশ্রী কাপ ) লিগের খেলা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত ২০১১ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় অত্যাধুনিক উলুবেড়িয়া স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই কয়েক লাখ টাকা ব্যায় করে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠ নির্মান করা হয় এবং মুখ্যমন্ত্রী স্টেডিয়াম মাঠের উদ্বোধন করেন।

মাঝে স্টেডিয়ামে মাঠে লিগের খেলা থেকে আই এফ এ লিগের খেলা ও শুরু হয়। যদিও করোনার সময় দীর্ঘদিন স্টেডিয়াম বন্ধ থাকায় মাঠ সেভাবে রক্ষনাবেক্ষণ করা যায়নি। ফলে মাঠ ক্রমশঃ বেহাল হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় মাঠের ঘাস শুকিয়ে হলুদ হয়ে যায়। পরবর্তী সময়ে মাঠে খেলা শুরু হলেও মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় বছর খানেক আগে মাঠে খেলা বন্ধ করে দিতে হয়। এরপরেই ঠিক হয় মাঠটিকে আবার নতুন করে তৈরি করা হবে। সেইমত কলকাতার একটি নামকরা সংস্থাকে মাঠ তৈরির দায়িত্ব দেওয়া হয়।

Howrah Incident: শহর দাপাচ্ছে অনুমতিহীন ভ্যানো, অতিষ্ঠ বাসিন্দারা
যদিও সেই সংস্থাও দীর্ঘদিন সময় নিয়ে নেয়। অবশেষে নতুন ভাবে মাঠ তৈরির পর আগামী শনিবার থেকে মাঠে ফুটরল খেলা শুরু হবে। এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, কয়েকটি কারণে মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। পরে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে মাঠটি নতুন ভাবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত ১০ লাখ টাকা ব্যয়ে মাঠটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আবার মাঠে ফুটরল খেলা শুরু হবে। ইনামুর রহমান জানান তবে শুধু ফুটবল খেলা নয়, পাশাপাশি স্টেডিয়ামে একাধিক খেলার কোচিং ক্যাম্প করার পরিকল্পনাও আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *