অন্যদিকে, ২৯ তারিখ পড়েছে শুক্রবার। ফলে শুক্র, শনি এবং রবি-টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। সবমিলিয়ে মার্চেও কাছে পিঠে ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে সরকারি কর্মীদের কাছে। প্রসঙ্গত, ২০২৪ সালে সরকারি ছুটির তালিকা রাজ্য সরকার নিয়ম মেনে আগে থেকেই প্রকাশ করেছে।
এই বছর নবান্নের দেওয়া তালিকা অনুযায়ী, সরকারি কর্মীদের মোট ছুটি ৪৫টি। ছুটির নির্দেশিকা অনুয়ায়ী, NIA অ্যাক্টে এই বছর ছুটিক সংখ্য়া ২২ দিন। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে ছুটি দেওয়া হয়েছে আরও ২৩দিন। সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের ৪৫ দিন ছুটি। পাশাপাশি নিয়ম মেনে অন্যান্য ছুটিও রয়েছে। তবে রবিবারের জন্য কিছু ছুটি এই বছর রাজ্য সরকারি কর্মীরা পাবেন না। পাশাপাশি ইদ উল ফিতরের জন্য এপ্রিল মাসে ১১ তারিখ ছুটি দেওয়া হয়েছে।
সরকারি ছুটির তালিকা
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের নিজেদের পরিবার বলে একাধিকবার উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ছুটি দেওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়েও যাতে তাঁদের কোনও সমস্যা না হয় সেই জন্য অতিরিক্ত নজর থাকে প্রশাসনের, একাধিক মঞ্চ থেকে এই বার্তা শোনা গিয়েছে।
গত বছর বাজেটে রাজ্য সরকারি কর্মীদের DA তিন শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এই বছর বড়দিনের আগে বিরাট খুশির খবর শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের সরকারি কর্মীদের বেতন আরও ৪ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, বাজেটেও রাজ্যের সরকারি কর্মীদের জন্য ছিল বিশেষ উপহার।
তাঁদের জন্য আরও ৪ শতাংশ DA-র কথা ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তারপরেও অসন্তোষ দেখা গিয়েছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের মধ্যে।