‘বিজেপি প্রি-পোল ভায়োলেন্স করছে; এরাই ভোটপরবর্তী হিংসার কথা বলে’ BJP making pre poll violance alleged Shashi Panja


প্রবীর চক্রবর্তী: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্য চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তৃণমূলের দাবি ইতিমধ্যেই বিরোধীরা হিংসা ছড়তে শুরু করেছে। বুধবার নন্দীগ্রামে ২ তৃণমূল কর্মীকে মারধরের ঘটনার কথা তুলে ধরে প্রি পোল ভায়োলেন্সের অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

আরও পড়ুন- ‘বাঘে’র চোখে জল! কাঁদলেন শাহজাহান?

বুধবার  এক সাংবাদিকে সমম্লনে শশী পাঁজা বলেন, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গুন্ডারা গতকাল তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে।  প্রধানমন্ত্রী দলের কর্মীদের চাঙ্গা করতে এসেছেন। তিনি এসে কি আইন ভাঙার পরামর্শ দিয়ে যান? ভোট এখনও ঘোষণা হয়নি। তার আগেই আপনারা প্রি-পোল ভায়োলেন্স শুরু করে দিলেন! ব্রিগেডের প্রচার করা হচ্ছিল। তখনই এই ভাবে আক্রমণ করা হয়েছে। প্রি-পোল ভায়োলেন্সের জবাব দেওয়া হবে। বিজেপি কিছু মানছে না। এরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুমোদন নিয়ে এই সব করছে। এটা আমাদের অভিযোগ রইল। নন্দীগ্রামের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরা বিজেপির গুন্ডা।

অভিজিত্ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে শশী পাঁজা বলেন, মামলা চলার সময় তিনি নানা কথা বলেছেন। বিচারপতির আসন তাকে রাজনৈতিক ইমুউনিটি দিয়েছিল। এজলাসে বসে রাজনৈতিক দলকে ডাকতেন। তার চেয়ারের তিনি অপব্যবহার করছেন। তিনি আর স্যার নেই। আমাদের যেভাবে দাদা-দিদি বলেন সেভাবে ওঁকেও বলবেন। তিনি একটা রাজনৈতিক তাড়াহুড়োয় ছিলেন।

ব্রিগেডে তৃণমূলের মিছিলের আজ আজ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশাল মিছিল হবে। নারী ক্ষমতায়নে স্বনির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সামাজিক স্কিম এনেছেন। আশাকর্মীদের সম্মান জানিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে। মিছিল থেকে কৃতজ্ঞতা জানানো হবে। বিজেপিকে নারীশক্তি নিয়ে মেসেজ দেওয়া হবে।

অভিষেক বন্দোপাধ্যায়ের হাঁটা অস্বাভাবিক নয়। এপ্রিল-মে মাসে ভোট হয়। তা বলে কি আমরা ৮ তারিখ হাঁটব না? ভোট তো সারাবছর হয়। আজ আবার পাবলিসিটি স্টান্টে সন্দেশখালি যাবে শুনলাম। সন্দেশখালিকে ওরা ভোট ব্যাংক ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তা ভাবেন না। মমতা বন্দোপাধ্যায় দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান মডেল করেছেন। রাজনৈতিক ভাবে দিদিকে বলো করেছেন। মূল্যবৃদ্ধি কবে মিটবে, নারীদের অধিকার বিজেপি কিভাবে দেবে, সব বলবেন। আমরা কেউই দলের উপরে নই। আমরা প্রতীকে লড়ি। মমতা বন্দোপাধ্যায়কে দেখে ভোট দেন। আমরা ভোট আসলে ময়দানে নামিনা। তাপস রায়ের চলে যাওয়া অত্যন্ত দূর্ভাগ্যজনক। শাহজাহানের কোনও কাজকে দল সমর্থন করে না। আমাদের কথার অপব্যাখ্যা করছে বারবার। সি আই ডি গ্রেফতার করবে। আর তাদের তদন্ত করতে না দিয়ে বারবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে নিচ্ছে। সাহায্য করা হচ্ছে না কেন্দ্রের তরফে। এই জায়গাতে আমাদের আপত্তি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *