রাজনীতিতে যোগদানের কথা আগেই জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বেলা ১২.২০ মিনিট নাগাদ বাড়ি থেকে বার হন। কিছুটা লেট হওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করেন তিনি। এদিন বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাড়ি থেকে কার্যালয় নিয়ে আসেন অগ্নিমিত্রা পল। তাঁর উপর পুষ্পবৃষ্টি করা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘দল যে দায়িত্ব দেবে তা পালন করব।’