Alia Bhatt: জামনগরের উল্লাস শেষে আলিয়া ব্যাক টু ওয়র্ক – post jamnagar celebration alia bhatt spotted at airport leaving mumbai watch video


Embed

জামনগরে তিন দিনের এলাহি সেলিব্রেশনের অংশ ছিলেন আলিয়া। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিংয়ে চুটিয়ে হুল্লোড় করেছেন আলিয়া-রণবীর এবং গোটা বলিউড। কিন্তু সেই আনন্দে মেতে থাকলে তো কেরিয়ারের চাকা এগোবে না। তাই অনন্ত-রাধিকার রেশ কাটিয়ে এবার জোর কদমে কাজে ফিরলেন তারকারা। বাদ গেলেন না আলিয়া ভাটও। বৃহস্পতিবার ভোরেই মুম্বই ছাড়লেন আলিয়া ভাট। তবে গন্তব্যের খোঁজ পাওয়া যায়নি। অ্যাথলেজারের কুল লুকে ধরা দিলেন আলিয়া ভাট। সম্প্রতি প্রযোজক হিসেবে তাঁর কাজ পোচার মুক্তি পেয়েছে ওটিটি-র পর্দায়। ক্রিটিক থেকে আম দর্শক সবার অফুরান প্রশংসা পেয়েছে এই পোচার। আপনার কেমন লেগেছে? জানান না আমাদের। কোথায়? নীচের কমেন্ট বক্সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *