Digha Hotel,হানিমুনে বউয়ের মুখে হঠাৎ প্রাক্তন প্রেমিকের নাম! দিঘার হোটেলে লঙ্কাকাণ্ড – digha hotel one woman jumps from the roof on their honeymoon


দিঘায় হানিমুনে গিয়ে হোটেল থেকে ঝাঁপ! নববধূর কাণ্ডে রীতিমতো শোরগোল পড়েছে। আশংকাজনক অবস্থায় ওই বধূকে ভর্তি করা হয় দিঘার হাসপাতালে। এরপর তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পুলিশ সূত্রে খবর, দিঘায় হানিমুনে এসেছিলেন ঔরঙ্গাবাদের বাসিন্দা রাধা কুমারী এবং বিনোদ মিশ্র। একমাস আগে বিয়ে হয়েছিল তাঁদের। এরপর তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত নটা নাগাদ স্বামী এবং স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। জানা যায়, ওই বধূর আগেও একটি সম্পর্ক ছিল। আর তা নিয়ে ঝগড়া বাঁধে। এরপর তা চরম পর্যায়ে পৌঁছয়। সেই সময় তিন তলা থেকে ওই মহিলা রাগের মাথায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।

পুলিশকে ওই ব্যক্তি জানান, তিনি প্রথমে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। পরে তিনি হাত ফসকে তিন তলা থেকে নীচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দিঘা থানার পুলিশ। প্রথমে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরেই উত্তেজিত জনতা ওই যুবককে গণধোলাই দেয়। ইতিমধ্যেই দিঘা থানার পুলিশ ওই যুবককে আটক করেছে।

জানা যায়, একমাস আগে বিয়ে হয়েছিল ওই যুগলের। একপর তাঁরা হানিমুনের জন্য দিঘায় আসেন। কিন্তু, বুধবার সন্ধ্যায় পুরনো সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেই সময় ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনওভাবে অন্য কোনও রহস্যের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নবদম্পতির সম্পর্কের মাঝে কি এসেছিল তৃতীয় কোনও ব্যক্তি? কাকে নিয়ে ঝগড়া এমন চরম পর্যায়ে পৌঁছল? এই যাবতীয় প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা।

বিবাহবার্ষিকীতে মেলেনি উপহার, ঘুমন্ত স্বামীকে পরের পর ছুরির কোপ অগ্নিশর্মা স্ত্রীর!

উল্লেখ্য, দিঘার হোটেলে আত্মহত্যার মতো দুর্ঘটনা ঠেকানোর জন্য একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে হোটেল মালিকদের পক্ষ থেকে। কোনও একা ব্যক্তিকে রুম দেওয়ার আগে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়। জানানো হয় স্থানীয় থানায়। এরপর তাঁদের রুম দেওয়া হয়। হোটেল মালিকদের একাংশের কথায়, অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেক সময় এই বিষয়ে অভিযোগ করতে শোনা গিয়েছে সোলো ট্রাভেলরদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *