Lok Sabha Election,লোকসভার আগেই নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ, শুরু ব্যাপক জল্পনা – sourav ganguly meets mamata banerjee at nabanna on yesterday 6 march


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই – এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা বলে খবর।আসন্ন লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সাক্ষাৎ ঘিরে জল্পনা দাঁনা বাঁধতে শুরু করে বিভিন্নমহলে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সময় দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এমনকী অতীতে বিভিন্ন সময় সৌরভের বিজেপি বা তৃণমূলে যোগদানের সম্ভাবনার গুঞ্জন শোনা গিয়েছে। যদিও বারেবারেই সেই গুঞ্জন তথা জল্পনাকে খারিজ করে দিয়েছেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় যে বিশেষ অনুষ্ঠানের সঞ্চালনা করে, সেই মঞ্চেও তাঁকে একবার রাজনীতিতে আসবেন কি না, এহেন ধরনের প্রশ্নের সম্মুখিন হতে হয়। যদিও সেই সময়েও সৌরভ জানিয়েছিলেন তিনি রাজনীতিতে আসবেন না। ওই অনুষ্ঠানের মঞ্চে এক দর্শক সৌরভকে এই প্রশ্ন করেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে সৌরভ বলেন, ‘না, না আমি রাজনীতিতে আসব না, ওটা আমার জন্য নয়।’ তাই এবার লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই সাক্ষাতের নেপথ্যে ঠিক কী কারণ, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে যাদবপুরে প্রার্থী করা হতে পারে বলেও খবর রটে যায়। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ ডোনা। তিনি ‘এই সময়’কে বলেন, ‘সবটাই গুজব।’ নবান্ন সূত্রের খবর, স্টিল প্লান্টের জমি নিয়ে কথা বলতেই এ দিন নবান্নে এসেছিলেন সৌরভ। ইস্পাত কারখানা গড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে কোনও একটি জায়গায় সৌরভকে জমি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সমস্ত দল। কয়েকদিন আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে সারা দেশের মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় বাংলার ২০ জন প্রার্থীর নামও রয়েছে। আবার অন্যদিকে তৃণমূল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও কোথাও কোথাও দলের হয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন নেতা কর্মী সমর্থকের।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে তাঁর স্বতন্ত্র নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। লর্ডসে টেস্টে সেঞ্চুরি করার পর বিশ্ব ক্রিকেটের মঞ্চে কার্যত নিজেকে প্রতিষ্ঠিত করেন সৌরভ। মহারাজ ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে, বাঁহাতি ব্যাটার হিসেবে সমস্ত ফরম্যাট মিলিয়ে মোট ১৮ হাজার ৫৭৫ রান রয়েছে ‘দাদা’র ঝুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *