জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ম্য়াচ হাতে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ৩-১ জিতে নিয়েছে ভারত। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে ধরমশালায় শুরু হয়েছে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। পাহাড়ের কোলে শৈলশহরে চলছে খেলা। ইংল্য়ান্ড টস জিতে প্রথমে ব্য়াট করছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংরেজরা পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ১৭৫ রান। তবে এদিন যখন ইংল্য়ান্ডের স্কোরবোর্ড ১০০ রানে দুই উইকেট ছিল, তখন কমেন্ট্রি বক্সে একপ্রস্ত উদযাপন চলে কিবদন্তি সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar) নিয়ে। সৌজন্য়ে বিসিসিআই (BCCI)।
কেন এই উদযাপন? এক নয়, তিন খুশিতেই চকোলেট কেক কেটে সেলিব্রেশন করেন সানি। ক্য়ালেন্ডার বলছে আজ ৭ মার্চ। ৩৭ বছর আগে আজকের দিনেই ইতিহাস লিখেছিলেন ব্য়াটিং মায়েস্ত্রো ও প্রাক্তন ভারত অধিনায়ক। লিটলমাস্টার বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন। আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে সেদিন ছিল সানির ১২৪ নম্বর ম্য়াচ। সর্বকালের অন্যতম সেরা ব্য়াটার টেস্টে ১০ হাজার ১২২ রান করেছেন। এই ফরম্য়াটে তাঁর রয়েছে ৩৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি। তিরাশির বিশ্বকাপ জয়ী ১০৮টি ওডিআই খেলে ৩০৯২ রান করেন। রয়েছে একটি সেঞ্চুরি।
এদিন কেক কেটে, এক টুকরো মুখে পুরে নেন সানি। এরপর হাতে বিসিসিআইয়ের বুম তুলে নেন। আবেগি হয়ে সানি বলেন, ‘এটা অসাধারণ পুরস্কার। দিনটা মনে রাখার জন্য় বিসিসিআই-কে ধন্য়বাদ। আমার জন্য় ৭ মার্চ নিঃসন্দেহে স্মরণীয় তারিখ। আমি টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করেছিলাম। এদিন কমেন্ট্রি বক্সে ঢোকার আগে, পরিসংখ্য়ানবিদ মোহনদাস মেনন আমাকে জানান যে, এই তারিখেই নাকি আমি প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছিলাম। বিসিসিআই-কে আবারও ধন্য়বাদ অসাধারণ সুস্বাদু একটি কেক দিয়ে আমাকে সংবর্ধনা জানানোর জন্য়। এদিনেই আবার অশ্বিন ১০০ তম টেস্ট খেলছে। সত্যিই দিনটা ভীষণ স্পেশ্যাল। আমি চাই আমরা এই টেস্টও জিতি। আমার কেরিয়ারে বিসিসিআইয়ের থেকে যেভাবে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তার জন্য় আমি কৃতজ্ঞ।
ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এদিন ১০০ তম টেস্ট ম্য়াচ খেলছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানের সামনেই তাঁর হাতে শততম টেস্টের বিশেষ ক্য়াপ তুলে দেওয়া হয় স্মারক হিসেবে। অশ্বিনের কোচ রাহুল দ্রাবিড় তুলে দেন এই বিশেষ টুপি। অশ্বিন ৯৯ টেস্টে ৫০৭ উইকেট নিয়েছেন ২৩.৯১-এর গড়ে। ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের সেরা বোলিং পরিসংখ্য়ান ৭/৫৯। এর সঙ্গেই অশ্বিন ১৪০ ইনিংসে ৩৩০৯ রান করেছেন ব্য়াট হাতে। তাঁর গড় ২৬.১৪। পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধ-শতরান রয়েছে চেন্নাইয়ের বাসিন্দার। আধুনিক প্রজন্মের অন্য়তম সেরা অলরাউন্ডারদেরই একজন অশ্বিন। এদিন ভারতের হয়ে টেস্ট অভিষেক করেন দেবদত্ত পাড়িক্কল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)