Election Commission Of India : নির্বাচনে অশান্তি দেখলেই ঘরে বসে জানান অভিযোগ, কমিশনের cVIGIL App কী ভাবে কাজ করে? জানুন – election commission of india introduced cvigil app for the grievances of citizen


আসন্ন লোকসভা নির্বাচনে সুরক্ষা ব্যবস্থা কড়া নির্দেশিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে কমিশন। প্রতিটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সেই মর্মে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যে। পাশাপশি, রাজ্যের কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটলে নাগরিকদের জন্য অভিনব ব্যবস্থা নিল কমিশন।পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে হিংসার ঘটনা নতুন নয়। গ্রামীণ স্তরে নির্বাচনের দিন রক্তপাতের ঘটনা রয়েছে ভুরিভুরি। বিধানসভা, লোকসভাতেও অশান্তি-হানাহানির ঘটনা বাদ যায় না। বুথ স্তর থেকে যাতে যে কোনওরকম অশান্তির ঘটনার কথা কানে আসে কমিশনের, সেই কারণে পৃথক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনও নাগরিক সেই প্ল্যাটফর্মে গিয়ে তাঁদের অভিযোগের কথা জানাতে পারবেন।

Election Commission of India : ভোটে ধমক-চমক আটকাতে রুখতে কড়া হুঁশিয়ারি কমিশনের

নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে একটি গোটা অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে যে কোনও নাগরিক তাঁর এলাকায় অশান্তির ঘটনা নথিভুক্ত করতে পারবেন। মুহুর্তের মধ্যে সেই অভিযোগ নথিবদ্ধ হবে কমিশনের কাছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কমিশন তৎক্ষণাৎ পদক্ষেপ করতে এই অ্যাপ খবুই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

কী উদ্যোগ কমিশনের?

নির্বাচন কমিশনের তরফে CVIGIL নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন (ECI) দ্বারা তৈরি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যাতে নাগরিকরা নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) লঙ্ঘনের রিপোর্ট করতে সক্ষম করে। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসে ডাউনলোডের জন্য উপলব্ধ। আপনাদের অভিযোগ জানানোর জন্য অ্যাপটিতে গিয়ে অশান্তির ধরণ নির্বাচন করতে হবে। অবস্থান, সময় এবং ফটোগ্রাফ বা ভিডিও সহ ঘটনার বিবরণ দিতে হবে। সেখানে নিজের পরিচয় গোপন রেখেই এই কাজ করতে পারবেন।

ভোটে সন্ত্রাস রুখতে একগুচ্ছ পদক্ষেপ

ভোটে সন্ত্রাস রুখতে একগুচ্ছ পদক্ষেপ


কীভাবে অভিযোগ করবেন?

  • গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
  • অ্যাপটি খুলুন এবং নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  • আপনি যে ধরনের অশান্তির ঘটনা বা প্রতিবেদন করতে চান তা নির্বাচন করুন।
  • অবস্থান, সময় এবং ফটোগ্রাফ বা ভিডিও সহ ঘটনার বিবরণ দিন।
  • আপনার অভিযোগ জমা দিন। নির্বাচন কমিশন আপনার অভিযোগ তদন্ত করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। আপনি অ্যাপে আপনার অভিযোগের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই অ্যাপ তৈরি করা হয়েছিল। এই অ্যাপের সম্বন্ধে জানানোর জন্য বিশেষ প্রচার কর্মসূচি পালন করা হয় নির্বাচন কমিশনের তরফে। ছবি এবং ভিডিয়ো সহকারে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুবিধা থাকার কারণে নাগরিকদের কাছে এই অ্যাপ যথেষ্ট গ্রহণযোগ্য হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *