Kanchan-Sreemoyee: ড্রাইভার বা নিরাপত্তারক্ষীরা কি মানুষ নন! কড়া প্রশ্নের মুখে কাঞ্চন-শ্রীময়ী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মণ্ডপে বরকে কোলে তুলে নিল কনে, বাসর রাতের নববধূকে চুম্বন কিংবা ভাতকাপড়ে নবদম্পতির সোহাগ, সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ভরে আছে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিয়ের ছবি ও ভিডিয়োতে। অভিনেত্রী শ্রীময়ী চট্টারাজের সঙ্গে তাঁর তৃতীয় বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি তাঁদের রিসেপশন পার্টি থেকে তৈরি হল অন্য বিতর্ক। সেই বিতর্কের আঁচ নেটপাড়ার পরিধি ছাড়িয়ে ছড়িয়েছে টলিপাড়াতেও। এরপরে অবশ্য সাফাইও দিয়েছেন নবদম্পতি, কিন্তু সেই বক্তব্যে চিঁড়ে ভেজেনি একটুও। কী এমন ঘটেছে সেদিন? 

আরও পড়ুন- Women’s Day: টলিউডে চমক! পরিচালনা থেকে অভিনয় সবাই মেয়ে, নারীদিবসে ঘোষণা ঋতুপর্ণার…

কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের রিসেপশনে কোনও মিডিয়াকে ডাকতে চান না, সেকথা আগেই তাঁরা জানিয়েছিলেন। তবে রিসেপশন পার্টিতে তাঁরা যে কাণ্ড ঘটালেন, তাতে স্তম্ভিত তাঁদের দর্শক থেকে শুরু করে সহকর্মীরা। হো চি মিন সরণীতে তাঁদের রিসেপসন পার্টির বাইরে দেখা যায় একটি নোটিস, যেখানে লেখা ছিল, ‘প্লিজ! মিডিয়া, ড্রাইভার ও পার্সোনাল সিকিউরিটির ঢোকার অনুমতি নেই’। মঙ্গলবার মধ্যরাত থেকেই কাঞ্চন-শ্রীময়ীর এহেন বক্তব্যে তৈরি হয় বিতর্ক। 

সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন-শ্রীময়ীর উদ্দেশ্যে লেখা হয় খোলা চিঠি। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক তারকাই তাঁদের এই নোটিসের সঙ্গে ব্রিটিশ আমলের সেই কুখ্যাত নোটিস ‘ভারতীয় ও কুকুরদের ঢোকা নিষিদ্ধ’-এর তুলনা করতে শুরু করেন। অনেকেই প্রশ্ন তোলেন, এর আগেও অনেক তারকা তাঁদের বিয়ের ভেন্যুতে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন কিন্তু সেক্ষেত্রে তাঁদের কাউকে এই কথা লিখে নোটিস টাঙাতে দেখা যায়নি, তাহলে কী এমন পরিস্থিতি তৈরি হল যে এত কঠোর নির্দেশ দিতে হল নবদম্পতিকে। 

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, যে মিডিয়া প্রতিপদে পাশে থেকেছে কাঞ্চন ও শ্রীময়ীর, তাঁদের সব খবর পৌঁছে দিয়েছে পাঠক-দর্শকের কাছে, সেই মিডিয়াকে কেন এই অহেতুক অপমান! প্রশ্ন তুলেছেন অনেকেই। এক নেটিজেন লেখেন, ‘মিডিয়া ছাড়া আপনারা এই জনপ্রিয়তা কি আদৌ পাওয়ার যোগ্য’? কেউ কেউ তাঁদের শব্দচয়ন নিয়েও প্রশ্ন তুলছেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, ‘আপনারা যখন বাসর রাতের ভিডিয়ো পোস্ট করেছেন, তখন সংবাদমাধ্যমের আর কী দোষ’? 

আরও পড়ুন- Pinky Banerjee on Kanchan Mullick: ‘আরেকটু সময় নিয়ে কাঞ্চনকে বিয়ে করা উচিত ছিল আমার’, আফশোস পিঙ্কির

বেশ অনেক নেটিজেনই নবদম্পতির কাছে জানতে চেয়েছেন, ‘তাহলে কি ড্রাইভার ও পার্সোনাল সিকিউরিটিদের আপনারা মানুষ বলেই গণ্য করেন না’? এখানেই বিতর্ক শেষ হয়নি। শুক্রবার কাঞ্চন মল্লিক নারীদিবসের শুভেচ্ছা পোস্ট করার পরেই এক নেটিজেন লেখেন, ‘আর যে নারীরা মিডিয়াপার্সন? ড্রাইভার বা বাউন্সার?’ এমনকী বিয়ের ছবি পোস্ট করার পরে এক নেটিজেন লেখেন, ‘এই জঘন্য কাজ করার এইরকম কুবুদ্ধি কে দিল? এটা কি তোমার নিজের মস্তিষ্কপ্রসূত?’

যদিও কাঞ্চন ও শ্রীময়ীর দুজনেরই দাবি, এই নোটিস সম্পর্কে নাকি তাঁরা অবগতই ছিলেন না। সেখান থেকে উঠেছে নতুন প্রশ্ন। যাঁদের ইভেন্ট, তাঁদের না দেখিয়ে কী করে কোনও ভেন্যুর মালিক এই ধরনের নোটিস টাঙাতে পারেন? এটা কি আদৌ সম্ভব! যতই কাঞ্চন ও শ্রীময়ী দায় এড়ান, তাঁদের উত্তরে যে নেটিজেনরা তুষ্ট নন, তা তাঁদের বক্তব্যেই স্পষ্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *