Sealdah Train Time : নৈহাটিতে ট্রাফিক ব্লক, শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল-রুট পরিবর্তন – eastern railway announced several train cancellation at sealdah section for technical work


ফের রেল লাইনে কাজের জন্য শিয়ালদা থেকে একাধিক শাখায় ট্রেন বাতিল এবং রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈহাটি স্টেশনের কাছে এবং মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে রেলের কাজ চলবে। সেই কারণে এই দুই শাখায় একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি, কিছু ট্রেনের রুট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, নৈহাটি এবং নৈহাটি লিংক কেবিনের মধ্যে ব্যান্ডেল লাইনে সাড়ে চার ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক করা হবে। ৯ তারিখ রাত সাড়ে আটটা থেকে পরের দিন ১০ মার্চ ভোর সাড়ে চারটে পর্যন্ত রেল লাইনে কাজের জন্য ট্রাফিক ব্লক করা হবে। যে কারণে ব্যান্ডেল লাইনে কিছু ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭৫৫৮ আপ ও ডাউন নৈহাটি ব্যান্ডেল ট্রেন বাতিল করা হচ্ছে।

কোন কোন ট্রেনের রুট পরিবর্তন?

আগামী ১০ মার্চ ১৩১০৬ ডাউন বালিয়া শিয়ালদা এক্সপ্রেস, ১৩১৬০ ডাউন যোগবাণী কলকাতা এক্সপ্রেস, ১৫০৫০ ডাউন গোরখপুর কলকাতা এক্সপ্রেস, ১৩১৫৪ ডাউন মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস, রবিবার পথ পরিবর্তন করবে। এই ট্রেনগুলো নৈহাটি স্টেশনের পরিবর্তে ডানকুনি হয়ে চলবে। ডানকুনিতে এই ট্রেন থামবে।


কোন ট্রেনের সময় বদল?

এছাড়া ১৩১৯০ ডাউন বালুরঘাট শিয়লদা একাপ্রেসের ট্রেনের সময় বদল করা হচ্ছে। বালুরঘাট থেকে এই ট্রেন সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত আটটায় ছাড়বে। বদল হচ্ছে নিউ আলিপুর জংশন থেকে শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেসের। ২ ঘণ্টা ১০ মিনিট সময় পরিবর্তন করা হচ্ছে। এই ট্রেন এই ট্রেনটি নিউ আলিপুর জংশন থেকে দুপুর ১২.২০ মিনিটের পরিবর্তে ২.৩০ মিনিট নাগাদ ছাড়বে।

Barasat Digha Train : বারাসত-দিঘা EMU ট্রেন? ‘ভিত্তিহীন খবর’, সাফ জানাল পূর্ব রেল
এছাড়াও বারাসত শিয়ালদা শাখায় রেলের কাজ চলবে। মধ্যমগ্রাম এবং বিরাটি শাখার মধ্যে ব্রিজ নম্বর ১০ কাজ চলার জন্য ট্রাফিক ব্লক করার প্রয়োজন রয়েছে। যে কারণে, এই লাইনে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *