Sheikh Shahjahan News : ‘সব মিথ্যা!’ অভিযোগ অস্বীকার শাহজাহানের, বাড়িতে তল্লাশি জারি CBI-এর – cbi raid at sheikh shahjahan house in sandeshkhali with forensic team


অবশেষে মুখ খুললেন শেখ শাহজাহান। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করলেন তিনি। এদিন নিজাম প্যালেস থেকে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করে নিয়ে যাওয়া হয়। তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে প্রশ্ন করা হলে, সব অভিযোগ ‘মিথ্যা বলে দাবি করেন তিনি। তবে, সিবিআই হেফাজতের পর ‘বেতাজ বাদশা’ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজের অনেকটাই পরিবর্তন ঘটেছে। অন্যদিকে, শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই তদন্তে গতি বাড়াল সিবিআই। শুক্রবার সকালেই, শেখ শাহজাহানের বাড়িতে হাজির সিবিআইয়ের একটি টিম। সঙ্গে ইডি আধিকারিকরাও রয়েছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। চলছে তল্লাশি।শুক্রবার সকালেই ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল সিবিআই। তালা খুলে সিবিআইয়ের একটি টিম এদিন শাহজাহানের বাড়িতে ঢোকে। সঙ্গে ছিলেন ইডি আধিকারিকরাও। সিবিআই তাঁদের সঙ্গে একটি ফরেন্সিক টিম নিয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। বিভিন্ন প্রমাণ সূত্র খুঁজে পাওয়ার লক্ষ্যেই সিবিআই হানা বলে জানতে পারা গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেও শেখ শাহজাহানের বাড়ি এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালায় সিবিআই অধিকারিরকরা। শুক্রবার সকালে আরও বড় টিম নিয়ে শাহজাহানের দুয়ারে হাজির কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিনও চারপাশের এলাকা ঘুরে দেখা হচ্ছে। পাশাপশি, তালা খুলে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেও তল্লাশি চালাচ্ছে তাঁরা। এলাকা থেকে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করছে। বিভিন্ন জায়গার ছবি তুলে নিচ্ছেন ফরেন্সিক টিমের সদস্যরা। ইডি আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তদন্ত চালাচ্ছে সিবিআই।

Shahjahan In Nizam Palace: CBI-এর জিম্মায় সন্দেশখালির ত্রাস শাহজাহান, অস্থায়ী ঠিকানা নিজাম

গত ৫ জানুয়ারি ইডির একাধিক আধিকারিক সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন। একাধিক ইডি আধিকারিরা শারীরিক নিগৃহীত হন। তারপর থেকেই ফেরার ছিল শেখ শাহজাহান। সেই আক্রান্ত ইডি আধিকারিকদের সঙ্গে নিয়েই তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। শাহজাহানের বাড়ির সামনে আকুঞ্জীপাড়া এলাকায় রাস্তায় মাপজোক, ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের।

গত বুধবার শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েছে সিবিআই। দীর্ঘ টালবাহানা পর সেদিন সন্ধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয় সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে। এরপরেই ইডি আধিকারিকদের হামলার ঘটনায় তদন্তে গতি বাড়ায় সিবিআই। গতকালই তাঁদের তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। পরপর দুদিন শেখ শাহজাহানের বাড়ি এবং তাঁর আশপাশ থেকে প্রমাণ সংগ্রহে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

Sandeshkhali News: সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে CBI
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেদিনই ইডি আধিকারিকদের ঘিরে ধরে কিছু স্থানীয় মানুষজন। তাঁদের শারীরিক ভাবে নিগ্রহ করা হয়। একাধিক অফিসার আহত হন। গাড়ি ভাঙচুর করা হয়। গুরুত্বপূর্ণ নথি লোপাটের চেষ্টা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *