Abhijit Ganguly News : অভিজিতের প্রথম বক্তব্যেই খসল ‘পদ্ম’, জোড়াতাপ্পিতে কাঁচি-সেলোটেপ – abhijit gangopadhyay first ever public address after joining bjp lotus symbol slip


বিচারপতি আসন ছাড়ার পর তাঁর প্রথম বক্তব্য। স্বাভাবিকভাবেই অনেকেই মুখিয়ে ছিলেন, ঠিক কী বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর জন্য তখন মঞ্চে তুমুল তৎপরতা।নাম ঘোষণার পর ধীরে ধীরে মাইকের সামনে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরনে গেরুয়া পোশাক, গলায় উত্তরীয়- রাজনীতির ময়দানে নয়া রূপে আত্মপ্রকাশ তাঁর। তিনি বলেন, ‘আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে সদ্য যোগ দিয়েছি। কিন্তু, আমার কিছু বলার রয়েছে।’ এরপরেই তাঁর কণ্ঠে ভেসে ওঠে রাজ্যের শাসক দলের প্রতি আক্রমণ। তিনি বলছিলেন, ‘এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা…’। এই কথা চলাকালীনই বিপত্তি। বক্তব্য রাখার জন্য সামনে যে পদ্মফুলের কাটআউট দিয়ে সজ্জা করা হয়েছিল তা খসে পড়ে।

এরই মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের বক্তব্য মসৃণভাবে এগিয়ে নিয়ে যান। কিন্তু, মঞ্চে উপস্থিত অন্যান্যদের মধ্যে ধরা পড়ে তুমুল তৎপরতা। একজন এগিয়ে গিয়ে দলীয় প্রতীক লাগানো কাট আউটটি সোজা করেন। কিন্তু, তাতেও যেন কোনওভাবে গোটা বিষয়টি আয়ত্তে আনা যাচ্ছিল না। সেই সময় এগিয়ে আসেন অপর এক দলীয় কর্তা। এরপরই খুব একটা হাইলাইট না করেই চলে তৎপরতা।

অন্যদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে তখন শিক্ষক নিয়োগ দুর্নীতি- আক্রমণের সুর মধ্যগগনে। কিন্তু, ফের ওই কাট আউট উলটে যাতে আর কোনও বিড়ম্বনা তৈরি না হয় সেই জন্য তৎপর মঞ্চে উপস্থিত অন্যান্য বিজেপি কর্মীরাও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়ই কাঁচি হাতে দৌড়ে এলেন এক ব্যক্তি। পেছনে ফিসফিস করে কিছু আলোচনা। ব্যাকগ্রাউন্ডে কর্মীর হাতে একটি বড় সেলোটেপ। এরপর সযত্নে ওই কাট আউটের উপর বসল সেলোটেপ। আর কোনও ছোটখাটো ‘অঘটন’-ও যেন না ঘটে!

এরপর অবশ্য মসৃণ গতিতেই এগিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। তিনি এদিন তাঁর মন্তব্যে একাধিকবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন। পাশাপাশি এদিন ৪২টির মধ্যে ৪২টি আসন জয়ের ডাক দেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রাক্তন বিচারপতির কণ্ঠে উঠে এসেছে সন্দেশখালির প্রসঙ্গও।

Abhijit Ganguly: শিলিগুড়িতে মোদী-অভিজিৎ কথোপকথন? মুখ খুললেন প্রাক্তন বিচারপতি

এদিন অবশ্য দীর্ঘ বক্তব্য তিনি রাখেননি। মঞ্চ ছেড়ে দিয়েছেন অন্যান্য বক্তাদের জন্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোদীর সভায় উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দল যে দায়িত্ব দেবে তা পালন করব।’ তবে ভোটে কোন আসন থেকে লড়বেন? সেই উত্তর তিনি দেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *