Ashoknagar News : হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়ে বিপত্তি! মৃত্যু গর্ভবতী মহিলার, গ্রেফতার ২ – pregnant woman expired for wrong treatment allegation at ashoknagar


হাতুড়ে চিকিৎসককে দিয়ে গর্ভপাত করাতে গিয়ে বিপত্তি। মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে। মৃত গৃহবধূর নাম টুকি বিশ্বাস। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। ঘটনায় চিকিৎসক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।হাতুড়ে চিকিৎসকের কাছে গর্ভপাত করাতে গিয়েই ঘটল চরম বিপদ। মৃত্যু হল বছর ৩৬ এর হাবড়ার শ্রীনগর এলাকার টুকি বিশ্বাস নামে এক গৃহবধূর। ঘটনাটি ঘটে অশোকনগরের ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হাবড়ার বাসিন্দা ওই গৃহবধূ এক দালালের মাধ্যমে তিন নম্বর রেলগেট এলাকার মনোজ বিশ্বাসের ওষুধের দোকানে আসেন। অভিযোগ, কোনও পরিকাঠামো ছাড়াই তিন মাসের গর্ভবতী ওই মহিলার গর্ভপাত করাতে যায় মনোজ। তখনই ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই সেখানে মৃত্যু হয় তার। বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য ওই হাতুড়ে চিকিৎসক বিষয়টি চেপে রাখেন। কিন্তু পরে এলাকার লোকজন জেনে ফেলে ক্ষোভে ফেটে পড়েন।

খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। মহিলার বাড়ির লোকজনকেও খবর দেওয়া হয়। স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই হাতুড়ে ডাক্তার মনোজ বিশ্বাস এবং দালাল দিলীপ দেবনাথকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েক বছর আগে তিন নম্বর রেলগেট লাগোয়া একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাত শিশু বিক্রির অভিযোগেও নাম জড়িয়ে ছিল গ্রেফতার হওয়া এই হাতুড়ে ডাক্তার মনোজ বিশ্বাসের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধুর পরিবার সহ স্থানীয় এলাকার মানুষজন।

West Bengal Trending News: জীবনধারণের একমাত্র সম্বল ভ্যান চুরি গিয়েছিল, সাহিদার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির ‘ডাক্তারবাবুর’
চিকিৎসা পরিষেবা নিয়ে এখনও সমস্যা রয়েছে বেশ কিছু এলাকায়। পরিষেবা নেওয়ার জন্য এখনও গ্রামের কিছু মানুষ হাতুড়ে চিকিৎসকের উপর নির্ভর করছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সচেতনতার অভাবে ওই পরিবার হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়েছিল। অন্যদিকে, তাঁদের পালটা দাবি ওই হাতুড়ে চিকিৎসক দীর্ঘদিন ওই এলাকায় কাজ করে যাচ্ছেন। অবৈধভাবে কাজ করার জন্য তাঁর উপযুক্ত শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের চাপে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *