শংকর চৌধুরী আরও বলেন, ‘আসানসোল কেন্দ্রে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিশাল জয় পেয়েছিলেন। এটা অর্জন করা সম্ভব হয়েছিল কারণ, এখানকার বিজেপি নেতা ও কর্মীরা বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে সর্বস্ব উৎসর্গ করেছিলেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। এমনকী তাঁদের জেলেও পাঠান হয়। তাঁদের উপর অত্যাচার করা হয় ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নিবেদিত প্রাণ কর্মীরা মাঠ ছাড়েননি। এই আসনটি পরপর দু’বার জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। এবার দেখা গেল আসানসোল কেন্দ্রের জন্য ভোজপুরি গায়ক নায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হল দিল্লি থেকে। কিন্তু পরে দেখা গেল পবন সিং ব্যক্তিগত কারণে আসানসোল লোকসভা কেন্দ্রে লড়াই করা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। এবার আমাদের ইচ্ছ হাইকমান্ড এবার আসানসোলে স্থানীয় কাউকে টিকিট দেবে।’
এই বিজেপি নেতা বলেন, ‘অনেকেই বিজেপিতে আসেন। দল বাবুল সুপ্রিয় বা পবন সিংয়ের মতো সেলিব্রিটিদের প্রার্থী করে। তাঁরা নির্বাচনে জয়লাভ করেন, তারপরে তাঁরা হয় অন্য দলে চলে যান বা দলের জন্য যে কাজ করা উচিত তা করেন না। তাই বিজেপি কর্মীদের আশা, এবার আসানসোলের কেউ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩০/৪০ বছর বয়সী দলের কর্মীদের টিকিট দেওয়া উচিত, যাঁরা হৃদয়ে পদ্ম ফুল নিয়ে বিজেপির হয়ে কাজ করে চলেছেন।’
তবে স্থানীয় প্রার্থীর দাবি তুললেও শংকর পাশাপাশি এও বলেন, দলীয় নেতৃত্ব যদি আসানসোলের বাইরে থেকে কাউকে লোকসভার টিকিট দেন, তাহলেও আসানসোলের প্রতিটি বিজেপি কর্মী তাঁকে জয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করবেন। তবুও আসানসোলের বিজেপি কর্মীরা শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ রাখছেন, যাতে এখানকার মাটির ছেলেকে লোকসভার টিকিট দেওয়ার হয়।’