CPIM West Bengal : ম্যারাথন প্রচার, প্রার্থী নিয়ে জল্পনা! মুর্শিদাবাদ জয়ের আশায় ঘুঁটি সাজাচ্ছে বামেরা? – cpim may contest from murshidabad constituency in lok sabha election getting support form congress


মুঘল আমল থেকে নানা রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী এই মাটি। মুর্শিদাবাদ জেলায় আসন পুনর্বিন্যাসের নিরিখে বর্তমানে তিনটি লোকসভা কেন্দ্র। যার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রটি নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগেও নানা পাটিগণিতের হিসাব নিকাশ চলছে। মূলত দুটি দলকে কেন্দ্র করে, সিপিএম এবং কংগ্রেস। মুর্শিদাবাদ আসনটি কি সিপিএমকে ছেড়ে দিতে চলেছে কংগ্রেস? জেলায় জোর জল্পনা।মুর্শিদাবাদ কেন্দ্রে অনেক জায়গায় সিপিএমের চিহ্নে দেওয়ার লিখনের কাজও শুরু হয়ে গিয়েছে। ১৯৮০ সাল থেকে এই কেন্দ্রটিতে বিরোধীদের দাঁত ফোটাতে দেয়নি সিপিএম। ২০০৪ সাল থেকেই সেই চিত্রটা বদলে যায়। গোটা জেলার পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করে কংগ্রেস। ২০১৪ সালে এই কেন্দ্র ফিরে পায় বামেরা। যদিও, ফের ১৯-এ সেটা হাতছাড়া হয়। তবে, দীর্ঘকাল ব্যাপী এই কেন্দ্রে লাল ঝান্ডার প্রভাব রয়েছে। সেই কথা মাথায় রেখেই এবারেও মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে বিশেষ তৎপরতা বাম শিবিরে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘আসন বন্টন এখনও চূড়ান্ত হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি সিপিএমের সঙ্গে বৈঠক করেই ঠিক করবেন। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত যে যেখানে শক্তিশালী সে সেই আসনেই লড়বে।’

অন্যদিকে, এই কেন্দ্র থেকে মহম্মদ সেলিমকে প্রার্থী করা হতে পারে এরকম জল্পনাও শুরু হয়েছে। আবার অনেকেই বলছেন, থাকতে পারে আরও বড় চমক। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘মুর্শিদাবাদ আসনে সিপিএম প্রার্থী লড়ছে বলেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আসন বন্টনের সময় এলে সেই দাবিই তুলব। কংগ্রেসের আপত্তি থাকবে না বলেই মনে করছি। বহরমপুর আসন কংগ্রেসের নিশ্চিত।’ বিষয়টি নিয়ে DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি।

এই কেন্দ্রটিতে প্রায় ৭৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। সেদিকটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বাম শিবিরে। গত পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রে একাধিক পঞ্চায়েতে ভালো ফল করেছে সিপিএম-কংগ্রেস জোট। এমনকি, রানিনগরে একটি পঞ্চায়েত সমিতিও দখল করেছে তাঁরা। ডোমকল বিধানসভা সহ রানিনগর, ভগবানগোলা বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি করে পঞ্চায়েত দখল করেছে বাম-কং শিবির। সেই কথা মাথায় রেখেই এই কেন্দ্রটি নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বামেরা। গত কয়েকদিন যাবৎ ডোমকল বিধানসভা কেন্দ্রে মাটি কামড়ে পড়ে রয়েছে বাম নেতৃত্ব। একের পর এক কর্মসূচি নেওয়া হয়েছে ইসলামপুরের লোচনপুর, হরিহরপাড়া এলাকায়। কর্মসূচিতে মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়ের সিপিএমের জনপ্রিয় নেতৃত্ব সভা, মিছিল করছেন। উল্লেখ্য, ডোমকলের তিনটি বিধানসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই তিনটি বিধানসভার ফলাফল লোকসভার ফলের অন্যতম নির্ণায়ক।

CPIM West Bengal : উত্তর থেকে দক্ষিণে লাগাতার ১০টি সভা, ঝোড়ো প্রচারে নামছে CPIM
পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী আবু হেনা। তিনি পেয়েছিলেন ৩ লাখ ৭৭ হাজার ৯২৯ ভোট। সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান পেয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ৭৯৩ ভোট। সেক্ষেত্রে এই কেন্দ্র কংগ্রেস ছেড়ে দিলে দুই শিবিরের জনসমর্থন একই বাক্সে পড়লে খেলা ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *