Kunar Hembram : বিড়ম্বনা আরও বাড়ল পদ্ম শিবিরের, ভোটের আগেই দলত্যাগ ঝাড়গ্রামের বিজেপি সাংসদের – kunar hembram jhargram lok sabha bjp mp resigns from party


একের পর এক বিড়ম্বনা বিজেপি শিবিরে। এবার সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার আগেই চিঠি দিয়ে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণেই তিনি দল ছাড়লেন বলে জানিয়েছেন কুনার। আর লোকসভা ভোটের আগে এই ঘোষণায় নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে সত্যিই ব্যক্তিগত কারণ, নাকি অভিমান, বা অন্যকোনও কারণে তিনি দল ছাড়লেন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।এই বিষয়ে কুনার হেমব্রম বলেন, ‘অভিমানের বিষয় নয়, কিছু ব্যক্তিগত ব্যাপার আছে, সেই কারণে দলে আর কাজ করতে চাইছি না।’ এমনকী বিজেপি তাঁকে পুনরায় প্রার্থী করলেও, তাঁর আর সেই মানসিকতা নেই বলেও জানিয়েদেন কুনার। পাশাপাশি তৃণমূল তাঁকে প্রার্থী করতে চাইলে তিনি দাঁড়াবেন কি না, সেই প্রশ্নের উত্তরে কুনার বলেন, অন্য দলে কাজ করবেন কি না, এখনও তেমন কিছু ভাবেননি। যদিও বিজেপি তাঁকে অনেক কিছুই দিয়েছে বলেও জানান কুনার। তার জন্য দলকে গেরুয়া শিবিরকে ধন্যবাদও জানান তিনি।

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে দেখা যায়, জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহলেরই অন্তর্গত। এবারও সেখানে ভালো ফলের আশাই করছে বিজেপি। সম্প্রতি প্রকাশিত প্রথম দফার প্রার্থী তালিকায় রাজ্যের ২০টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। তবে প্রথম দফায়র প্রার্থী তালিকায় অবশ্য ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যদিও কেউ কেউ মনে করছিলেন, গত ৫ বছরে এলাকায় ভালো কাজ করার জন্য এবারেও টিকিট দেওয়া হতে পারে কুনারকে। যদিও তার আগেই অবশ্য দল ছাড়লেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার বিজেপি ছাড়েন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুমণি অধিকারী। নারী দিবসের আগে রাজপথে তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা যায় তাঁকে। বৃহস্পতিবারের ওই মিছিলে উপস্থিতি থেকে সকলকে কার্যত চমকে দেন তিনি। মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে হাঁটতে দেখা যাচ্ছে মুকুটমণি অধিকারীকে। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য মুকুটমণি অধিকারীর কেন্দ্র মতুয়া ভোটব্যাঙ্কের অন্যতম কেন্দ্র। ফলে এই দলবদল আসন্ন লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে কিছুটা চাপে ফেলল বলেই মনে করা হচ্ছে। আর মুকুটমণির দলত্যাগের রেশ কাটতে না কাটতেই, এবার দল ছাড়লেন কুনার হেমব্রম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *