West Bengal Police,সন্দেশখালিকাণ্ডের আবহেই বসিরহাট পুলিশ জেলায় একাধিক পদে বদলি – basirhat police district a new transfer order has been issued


বসিরহাট পুলিশ জেলায় একাধিক বদলির নির্দেশ। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে পুলিশ এবং প্রশাসনে একাধিক ক্ষেত্রে বদলি করা হচ্ছে। এবার বসিরহাট পুলিশ জেলায় একাধিক বদলির নির্দেশ সামনে এসেছে।হেমনগর কোস্টাল থানার OC মৃণাল রায়কে বাদুরিয়া পুলিশ স্টেশনে স্থানান্তরিত করা হচ্ছে। অন্যদিকে, বাদুরিয়া পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা প্রশান্ত কুমার মণ্ডলকে হেমনগর কোস্টাল পুলিশ স্টেশনের OC হিসেবে স্থানান্তরিত করা হচ্ছে। অন্যদিকে, সন্দেশখালি পুলিশ স্টেশনের OC হিসেবে কর্মরত বিশ্বজিৎ সাপুইকে বসিরহাট পুলিশ স্টেশনে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও একাধিক ক্ষেত্রে বদলি করা হয়েছে।

এছাড়াও বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট OC, SOG গোপাল সরকারকে স্থানান্তরিত করা হয়েছে সন্দেশখালি থানায়। তাঁকে OC পদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বসিরহাট পুলিশ জেলার SOG শোভন ঘোষকে, বসিরহাট পুলিশ জেলার OC, SOG করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এগুলি রুটিন বদলি। কিছুদিন আগেই বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে সিআইডির ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছিল। পরিবর্তে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার আইসির দায়িত্ব দেওয়া হয়েছিল রক্তিম চট্টোপাধ্যায়ের উপর। তিনি বর্ধমান থানায় পোস্টেড ছিলেন।

পুলিশ সূত্রে দাবি, করা হয় এগুলি রুটিন বদলি। এদিকে সন্দেশখালি নিয়ে চর্চার মধ্যেই এই বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানকে। রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হন তিনি। যদিও পরবর্তীতে আদালতের নির্দেশ মোতাবেক তাঁকে তুলে দেওয়া হয়েছে CBI-এর হাতে।

পুলিশে বদলির নির্দেশ

এদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর নির্বাচনের বিষয়টি মাথায় রেখেও নিয়ম মোতাবেক একাধিক প্রশাসনিক পদে বদলি করা হচ্ছে। এগুলি নিয়ম মাফিক বদলি করা।

Sandeshkhali News: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জাতীয় মহিলা কমিশনের, মুর্মুর কাছে রিপোর্ট পেশ

কারণ এক্ষেত্রে প্রায় ৯৯ শতাংশ সময় অফিসারদের যে জেলায় বাড়ি তাঁদের সেখানে পোস্টিং হয় না। ভোটের আগেই নির্বাচন কমিশনের থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়ে থাকে। যে সমস্ত অফিসাররা শেষ চার বছরে একই জেলায় পোস্টিংয়ে রয়েছেন তাঁদের ভোটের কাজে লাগানো যাবে না। আর এই সময়সীমা ২০২৪ সালের ৩০ জুন মাস পর্যন্ত ধার্য করা হয়েছে। কারও প্রোমোশন হওয়ার পর যদি তিনি সেই জেলাতেই রয়ে যান তাঁর ক্ষেত্রেও এই নিয়ম লাগু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *